পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi-Putin : আফগানিস্তান নিয়ে পুতিনের সঙ্গে ফোনে কথা মোদির - আফগানিস্তান নিয়ে পুতিনের সঙ্গে ফোনে কথা মোদির

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর আগে সোমবার প্রধানমন্ত্রী ফোনে কথা বলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে ৷

pm-modi-speaks-to-russian-president-putin-over-afghanistan-situation
Modi-Putin : আফগানিস্তান নিয়ে পুতিনের সঙ্গে ফোনে কথা মোদির

By

Published : Aug 24, 2021, 7:31 PM IST

নয়াদিল্লি, 24 অগস্ট:আফগানিস্তানের (Afghanistan) বর্তমান পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ মঙ্গলবার প্রায় 45 মিনিট এই দুই রাষ্ট্রনেতার মধ্য়ে কথা হয় ৷ এর আগে সোমবার প্রধানমন্ত্রী ফোনে কথা বলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে ৷ তাঁর সঙ্গেও মোদি আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন ৷ একই সঙ্গে এই অঞ্চলের এর কী প্রভাব পড়তে পারে, তা নিয়েও দু’জনের মধ্যে কথা হয় ৷

আরও পড়ুন :Rahul Gandhi: সব বিক্রি করে দিলেন মোদি, জাতীয় মনিটাইজেশন পাইপলাইন নিয়ে তোপ রাহুলের

এদিকে মঙ্গলবার পুতিনের সঙ্গে মোদির কথোপকথন নিয়ে একটি বিবৃতি দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর ৷ সেখানে জানানো হয়েছে, আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে দুই নেতাই সহমত পোষণ করেছেন ৷ দু’জনেই মনে করেন যে আফগানিস্তানের জনজীবন স্বাভাবিক করা এখন খুবই জরুরি ৷

তাছাড়া আসন্ন সিওপি-26 এর বৈঠক নিয়েও এদিন নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিনের মধ্যে কথা হয়েছে ৷ সামুদ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করার যে বিষয় রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারত তুলেছে, সেই নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে ৷

আরও পড়ুন :Ukraine Plane Hijacked: ইউক্রেনের উদ্ধারকারী বিমান অপহরণ কাবুলে, নিয়ে যাওয়া হল ইরানে

প্রসঙ্গত, আফগানিস্তানের ভয়ঙ্কর পরিস্থিতি এখন কারও অজানা নয় ৷ সেখান থেকে মার্কিন সেনা (US Army) প্রত্যাহার হতেই শুরু হয়েছে তালিবানের (Taliban) দখলদারি ৷ গত 15 অগস্ট সে দেশের রাজধানী কাবুল দখল করে নেয় তালিবান ৷ তার পর ওই দেশে কার্যত অরাজকতা শুরু হয়েছে ৷ সেখান সকলেই পালিয়ে আসতে চান ৷ কারণ, সকলের আশঙ্কা তালিবানের নির্যাতনের মুখে পড়তে হবে ৷

এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সেখান থেকে উদ্ধার করছে ৷ ভারতীয় বায়ুসেনা (Indian Army) ভারতীয় নাগরিকদের আফগানিস্তান থেকে দেশে ফেরানোর কাজ করছে ৷ এমনকী, জরুরি ভিত্তিতে ভিসা দেওয়া হচ্ছে আফগান নাগরিকদেরও ৷ তাদের আপাতত ঠাঁই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

আরও পড়ুন :Taliban : তালিবানের লুঠ করা মার্কিন সমরাস্ত্র ভারতে থাকা জঙ্গিদের হাতে আসার আশঙ্কা

ABOUT THE AUTHOR

...view details