হায়দরাবাদ, 8 এপ্রিল: দুর্নীতি ইস্যুতে ফের বিরোধী দলগুলিকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার হায়দরাবাদে তিনি বলেন, "দুর্নীতির তদন্ত থেকে বাঁচতে কয়েকদিন আগে বিরোধী দলগুলি আদালতে (সুপ্রিম কোর্ট) গিয়েছিল ৷ কিন্তু সেখানেও তাদের ধাক্কা খেতে হয়েছে ৷"
উল্লেখ্য, সিবিআই ও ইডি'র মতো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলির অপব্যবহার করছে কেন্দ্র, বিরোধীদের হেনস্থা করতে তাদের কাজে লাগানো হচ্ছে এই অভিযোগ তুলে সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলা করেছিল কংগ্রেস, তৃণমূল-সহ 14টি বিরোধী দল ৷ আবেদনে বলা হয়েছিল, 2014 সালে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে বিরোধীদের কণ্ঠরোধ করতে ব্যবহার করা হচ্ছে ৷ ইডি ও সিবিআই-এর 95 শতাংশ মামলাই বিরোধীদের নেতাদের বিরুদ্ধে করা হচ্ছে ৷ যদিও 5 এপ্রিল এই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ ৷ এদিন হায়দরাবাদে এক জনসভায় সেই প্রসঙ্গই তোলেন প্রধানমন্ত্রী ৷ তবে এদিন কোনও নেতা-নেত্রী বা দলের নাম করেননি তিনি ৷