নয়াদিল্লি, 17 মে : দেশে ফাইভ-জি টেস্ট বেডের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India, TRAI) বা ট্রাই-এর 25 বছর উদযাপনে ফাইভ-জি পরিষেবার পরীক্ষামূলক উদ্বোধন করেন মোদি ৷ আইআইটি মাদ্রাজের নেতৃত্বে দেশের আটিটি প্রতিষ্ঠান এই প্রজেক্ট তৈরি করে ৷
এই অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ৷ ট্রাই-এর সিলভার জুবিলি উদযাপন উপলক্ষ্যে একটি পোস্টাল স্ট্যাম্পও প্রকাশ করেন তিনি ৷ এদিন মোদি বলেন, "দেশের অর্থনীতিতে ফাইভ-জি'র অবদান 45 হাজার কোটি বিলিয়ন মার্কিন ডলার হতে পারে ৷ এতে ইন্টারনেটের গতিই শুধু বাড়বে না, উন্নয়নও হবে ৷ এই দশকের শেষে আমরা সিক্স-জি পরিষেবা চালু করতে পারব ৷ আমাদের টাস্ক ফোর্স এর কাজ শুরু করে দিয়েছে (PM Modi says India to launch 6G services in TRAI Silver Jubilee Celebration) ৷"