পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi on 6G Network : এই দশকের শেষে সিক্স-জি পরিষেবা চালু হবে, ট্রাই-এর 25 বছরে প্রধানমন্ত্রীর ভবিষ্যদ্বাণী - 6G in India

ফাইভ-জি পরিষেবা এখনও চালু হয়নি ৷ তবে আজ দেশের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার 25 বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানালেন সিক্স-জি নেটওয়ার্কের কাজ শুরু হয়ে গিয়েছে (PM Modi over 6G Network) ৷

6G Network in India
ট্রাই সিলভার জুবিলি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি

By

Published : May 17, 2022, 2:17 PM IST

নয়াদিল্লি, 17 মে : দেশে ফাইভ-জি টেস্ট বেডের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India, TRAI) বা ট্রাই-এর 25 বছর উদযাপনে ফাইভ-জি পরিষেবার পরীক্ষামূলক উদ্বোধন করেন মোদি ৷ আইআইটি মাদ্রাজের নেতৃত্বে দেশের আটিটি প্রতিষ্ঠান এই প্রজেক্ট তৈরি করে ৷

এই অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ৷ ট্রাই-এর সিলভার জুবিলি উদযাপন উপলক্ষ্যে একটি পোস্টাল স্ট্যাম্পও প্রকাশ করেন তিনি ৷ এদিন মোদি বলেন, "দেশের অর্থনীতিতে ফাইভ-জি'র অবদান 45 হাজার কোটি বিলিয়ন মার্কিন ডলার হতে পারে ৷ এতে ইন্টারনেটের গতিই শুধু বাড়বে না, উন্নয়নও হবে ৷ এই দশকের শেষে আমরা সিক্স-জি পরিষেবা চালু করতে পারব ৷ আমাদের টাস্ক ফোর্স এর কাজ শুরু করে দিয়েছে (PM Modi says India to launch 6G services in TRAI Silver Jubilee Celebration) ৷"

আরও পড়ুন : Auction of 5G Mobile Service : চলতি বছরেই ফাইভ জি স্পেকট্রাম নিলাম করবে কেন্দ্রীয় সরকার

আইআইটি মাদ্রাজ ছাড়াও আইআইটি দিল্লি, আইআইটি হায়দরাবাদ, আইআইটি বম্বে, আইআইটি কানপুর, আইআইএসসি ব্যাঙ্গালোর, সোসাইটি ফর অ্যাপ্লায়েড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ এবং সেন্টার অফ এক্সিলেন্স ইন ওয়ারলেস টেকনোলজি এই প্রজেক্ট তৈরিতে অংশ নিয়েছে ৷

প্রধানমন্ত্রীর অফিস মারফত জানা গিয়েছে, এই প্রজেক্ট তৈরিতে 220 কোটি টাকারও বেশি অর্থ খরচ হয়েছে ৷ এই টেস্ট বেড ভারতীয় শিল্প এবং স্টার্টআপগুলির সহায়ক ইকোসিস্টেম হিসেবে কাজ করবে ৷ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1997-এর মাধ্যমে 1997 সালে ট্রাই-এর প্রতিষ্ঠা হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details