আমেদাবাদ, 19 মে : তখতে ঘূর্ণিঝড়ের পর পরিস্থিতি কী, তা খতিয়ে দেখতে বুধবার গুজরাতের ভাবনগরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সরকারি তরফে জানানো হয়েছে যে সেখান থেকে মোদি উনা, দিউ, জাফরাবাদ ও মহুবায় আকাশপথে পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ এর পর আমেদাবাদে একটি পর্যালোচনা বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর ৷
উল্লেখ্য, এই ঘূর্ণিঝড়ে গুজরাতের ব্যাপক ক্ষতি হয়েছে ৷ মৃত্যু হয়েছে অন্তত 13 জনের ৷ গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, 16 হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, 40 হাজারের বেশি গাছ ও 70 হাজারের বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে ৷ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে 5 হাজার 591টি গ্রাম ৷