পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অরুণ জেটলির জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর

অরুণ জেটলির প্রতি শ্রদ্ধা জানিয়ে নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন,"তাঁর প্রজ্ঞা, ধীশক্তি, আইনি দক্ষতা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব তুলনাহীন ৷"

জন্মদিনে শ্রদ্ধা
অরুণ জেটলি

By

Published : Dec 29, 2020, 6:48 AM IST

দিল্লি,28 ডিসেম্বর: আজ প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির জন্মবার্ষিকী ৷ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুধু তিনি নন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরাও তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন ৷ নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন,"তাঁর প্রজ্ঞা, ধীশক্তি, আইনি দক্ষতা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব তুলনাহীন৷"

1991 সাল থেকেই তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য ৷ 2014 থেকে 2019 সাল পর্যন্ত ছিলেন দেশের অর্থমন্ত্রী ৷ 28 বছরের রাজনৈতিক জীবনের প্রশংসা করে টুইট করেছেন তাঁর সতীর্থরা ৷ অমিত শাহ টুইটারে লিখেছেন, "সাংসদ হিসেবে অরুণ জেটলি ছিলেন অতুলনীয় ৷ তাঁর জ্ঞান এবং অন্তর্দৃষ্টির মাত্রা ছিল অপরিসীম ৷ '

জেপি নাড্ডা লিখেছেন, "রাজনৈতিক ক্ষেত্রে স্পষ্ট বক্তা হিসেবে তিনি পরিচিত ছিলেন ৷" রাজনাথ সিং টুইটারে লিখেছেন, "রাজনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় ৷"

গত বছর অগাস্টে দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণ জেটলি ৷ বয়স হয়েছিল 66 ৷

ABOUT THE AUTHOR

...view details