পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi Pays Tributes to Sandhya-Bappi : অপূরণীয় ক্ষতি, সন্ধ্যা মুখোপাধ্যায়-বাপ্পি লাহিড়ীর প্রয়াণে মর্মাহত মোদি

সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ীর প্রয়াণে মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi pays tributes to Sandhya Mukhopadhyay and Bappi Lahiri) ৷ টুইটে প্রয়াত শিল্পীদের পরিবারকে সমবেদনা জানালেন তিনি ৷

PM Modi Tweets over Sandhya Mukhopadhyay and Bappi Lahiri demise
অপূরণীয় ক্ষতি, সন্ধ্যা মুখোপাধ্যায়-বাপ্পি লাহিড়ীর প্রয়াণে মর্মাহত মোদি

By

Published : Feb 16, 2022, 10:04 AM IST

নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি :পরপর নক্ষত্রপতন ৷ সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের চলে যাওয়ার ক্ষত এখনও টাটকা ৷ এরই মধ্যে আকাশের অস্তরাগে চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay passes away) ৷ সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই গানের জগতে নেমে এল আবার আঘাত ৷ এবার মৃত্যুসংবাদ এল ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri passes away) ৷ লতা মঙ্গেশকরের পর আরও দুই কিংবদন্তি সঙ্গীত শিল্পীর প্রয়াণে হঠাৎই বেসুরো গোটা দেশ ৷ শোকে মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

মঙ্গলবার রাতেই বঙ্গবিভূষণ সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলায় টুইটে তিনি লেখেন, "গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা সকলে শোকাহত । আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হল । আগামী প্রজন্মও তাঁর সুরেলা কণ্ঠে আবিষ্ট হবে । শোকের এই মুহূর্তে তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই । ওঁ শান্তি ।"

আরও পড়ুন:Sandhya Mukhopadhyay Demise : কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে...

এরপর আজ সকালে অপর প্রখ্যাত সঙ্গীতকার বাপ্পি লাহিড়ীর জীবনাবসানের খবর পেয়ে ফের টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রয়াত সঙ্গীত পরিচালকের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, "শ্রী বাপ্পি লাহিড়ীজির সঙ্গীত সমস্তটা জুড়ে ছিল, তা খুব সুন্দর ভাবে সব আবেগকে তুলে ধরতে পারত ৷ তাঁর কাজের সঙ্গে নিজেদের সম্পর্ক খুঁজে পাবে পরবর্তী বহু প্রজন্ম ৷ তাঁর অপূর্ব ব্যবহার সবাই মিস করবে ৷ তাঁর প্রয়াণে শোকাহত ৷ তাঁর পরিবার ও ভক্তদের সমবেদনা জানাই ৷ ওঁ শান্তি ৷"

আরও পড়ুন:Bappi Lahiri Passes Away : প্রয়াত জনপ্রিয় গায়ক বাপ্পি লাহিড়ী

ABOUT THE AUTHOR

...view details