নয়াদিল্লি, 18 নভেম্বর: সন্ত্রাস নিয়ে পাকিস্তান এবং চিনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM on Terrorism)৷ শুক্রবার থেকে দিল্লিতে শুরু হওয়া 'নো মানি ফর টেরর' সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদকে সমর্থনকারী দেশগুলিকে (Countries supporting terrorism) যাতে মূল্য চোকাতে হয়, তার জন্য একটি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন । "সন্ত্রাসীদের প্রতি সহানুভূতি" দেখানোর চেষ্টা করে এমন সংস্থা এবং ব্যক্তিদের একঘরে করে দেওয়ার উপরও জোর দেন তিনি ৷
রাজধানীতে 'নো মানি ফর টেরর' সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন যে, "যুদ্ধের অনুপস্থিতি মানে শান্তি" রয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলির এমনটা মনে করা উচিত নয় ৷ পাকিস্তান ও চিনের নাম না করলেও এই দুই দেশকেই নিশানা করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, যেসব দেশ আদর্শগত ও আর্থিকভাবে সন্ত্রাসবাদকে সমর্থন করে, তাদের শায়েস্তা করা উচিত ৷ মোদির কথায়, "এটা সর্বজনবিদিত যে সন্ত্রাসবাদী সংগঠনগুলি বিভিন্ন উত্সের মাধ্যমে অর্থ পায় - তার মধ্যে একটি হল রাষ্ট্রীয় সমর্থন । কিছু দেশ তাদের বৈদেশিক নীতির অংশ হিসাবে সন্ত্রাসবাদকে সমর্থন করে । তারা তাদের রাজনৈতিক, আদর্শগত এবং আর্থিক সহায়তা দেয় । আন্তর্জাতিক সংস্থাগুলির এটা মনে করা উচিত নয় যে, যুদ্ধের অনুপস্থিতি মানেই শান্তি রয়েছে । প্রক্সি যুদ্ধও বিপজ্জনক এবং হিংসাত্মক । সন্ত্রাসবাদকে সমর্থন করে এমন দেশগুলিকে অবশ্যই তার মূল্য চোকাতে হবে ৷ সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতি দেখানোর চেষ্টা করে যে সংস্থা এবং ব্যক্তি, তাদের বিচ্ছিন্ন করা উচিত ৷"