পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi : দেশের মঙ্গল কামনায় কেদারনাথে প্রার্থনা প্রধানমন্ত্রীর

গতকাল দীপাবলিতে সকালে গিয়েছিলেন এলওসিতে জওয়ানদের সঙ্গে দেখা করতে ৷ আর শুক্রবার কেদারনাথ মন্দিরে শিব দর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

প্রার্থনায় মগ্ন প্রধানমন্ত্রী
প্রার্থনায় মগ্ন প্রধানমন্ত্রী

By

Published : Nov 5, 2021, 12:19 PM IST

রুদ্রপ্রয়াগ (উত্তরাখণ্ড), 5 নভেম্বর : দীপাবলি এলওসিতে কাটিয়ে শুক্রবার সকাল সকাল রুদ্রপ্রয়াগে কেদারনাথ মন্দির দর্শনে পৌঁছালেন প্রধানমন্ত্রী ৷ শুক্রবার দেরাদুনের জলি গ্র্যান্ট বিমানবন্দরে (Jolly Grant Airport) তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল লেফট্যান্যান্ট জেনারেল গুরমিত সিং (Gurmit Singh, Retd) এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) ৷ আজ এখানে আদি শঙ্করাচার্যের মূর্তি উন্মোচন করেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

ভারতে 'চার ধাম' অর্থাৎ 4টি তীর্থক্ষেত্রের মধ্যে অন্যতম মন্দাকিনী নদীর ধারে কেদারনাথ মন্দির ৷ 800 খ্রিস্টাব্দে গুরু আদি শঙ্করাচার্য (Adi Shankaracharya) দেবাদিদেব শিবের আরাধনায় এই মন্দির তৈরি করেছিলেন ৷ এখানে তাঁর সমাধিটি 2013-র হড়পা বানে নষ্ট হয়ে যায় ৷ কেদারনাথে প্রার্থনা সেরে প্রধানমন্ত্রী আদি শঙ্করাচার্যের সমাধি এবং মন্দির চত্বরে তাঁর একটি মূর্তি উন্মোচন করেন ৷ কেদারনাথ মন্দিরের এক পুরোহিত বাগিশ লিং (Bagish Ling) সাংবাদিকদের জানান, দেশের মঙ্গল কামনায় প্রধানমন্ত্রী এখানে মহা রুদ্র অভিষেক করবেন ৷

আরও পড়ুন : Narendra Modi : ভারতের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি পাওয়া উচিত : মোদি

পাশাপাশি 'সরস্বতী রিটেনিং ওয়াল আস্থাপাথ এবং ঘাট' (Saraswati Retaining Wall Aasthapath and Ghats), 'মন্দাকিনী রিটেনিং ওয়াল আস্থাপথ' (Mandakini Retaining Wall Aasthapath), তীর্থ পুরোহিত হাউজেস (Tirth Purohit Houses), মন্দাকিনী নদীর উপর গারুদ চট্টি ব্রিজ (Garud Chatti Bridge) নির্মাণ-সহ 130 কোটি টাকার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি ৷ এর সঙ্গে কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details