রুদ্রপ্রয়াগ (উত্তরাখণ্ড), 5 নভেম্বর : দীপাবলি এলওসিতে কাটিয়ে শুক্রবার সকাল সকাল রুদ্রপ্রয়াগে কেদারনাথ মন্দির দর্শনে পৌঁছালেন প্রধানমন্ত্রী ৷ শুক্রবার দেরাদুনের জলি গ্র্যান্ট বিমানবন্দরে (Jolly Grant Airport) তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল লেফট্যান্যান্ট জেনারেল গুরমিত সিং (Gurmit Singh, Retd) এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) ৷ আজ এখানে আদি শঙ্করাচার্যের মূর্তি উন্মোচন করেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷
ভারতে 'চার ধাম' অর্থাৎ 4টি তীর্থক্ষেত্রের মধ্যে অন্যতম মন্দাকিনী নদীর ধারে কেদারনাথ মন্দির ৷ 800 খ্রিস্টাব্দে গুরু আদি শঙ্করাচার্য (Adi Shankaracharya) দেবাদিদেব শিবের আরাধনায় এই মন্দির তৈরি করেছিলেন ৷ এখানে তাঁর সমাধিটি 2013-র হড়পা বানে নষ্ট হয়ে যায় ৷ কেদারনাথে প্রার্থনা সেরে প্রধানমন্ত্রী আদি শঙ্করাচার্যের সমাধি এবং মন্দির চত্বরে তাঁর একটি মূর্তি উন্মোচন করেন ৷ কেদারনাথ মন্দিরের এক পুরোহিত বাগিশ লিং (Bagish Ling) সাংবাদিকদের জানান, দেশের মঙ্গল কামনায় প্রধানমন্ত্রী এখানে মহা রুদ্র অভিষেক করবেন ৷