নয়াদিল্লি, 12 এপ্রিল :করোনা পরিস্থিতি ও টিকাকরণ নিয়ে এবার রাজ্যপালদের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নায়ডু ৷ কেন্দ্রীয় সরকারের একটি সূত্র থেকে এমনই খবর পাওয়া গিয়েছে ৷
ওই সূত্র থেকে জানা গিয়েছে যে আগামী 14 এপ্রিল ওই বৈঠক করা হবে ৷ ভার্চুয়াল বৈঠকে দেশের সমস্ত রাজ্যের রাজ্যপালদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও উপ রাষ্ট্রপতি ৷
গত বছর দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক ভার্চুয়াল বৈঠক করেছেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ৷ কেন্দ্রীয় সরকারের তরফেও রাজ্যপালদের নিয়েও একাধিক বৈঠক করা হয়েছে ৷
সরকারি বিধিনিষেধ ও করোনার টিকার ছাড়পত্র দেওয়ার পর পরিস্থিতি অনেকটাই আয়ত্তের মধ্য়ে এসেছিল ৷ কিন্তু পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করেছে ৷ করোনার সংক্রমণ ফের বৃদ্ধি পেতে শুরু করেছে ৷ দেশের বেশ কয়েকটি রাজ্যে করোনা সংক্রান্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে ৷
পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে দু’বার দেশের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার তিনি রাজ্যপালদের সঙ্গে সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চান ৷ সেই কারণেই ওই বৈঠক ডাকা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের ওই সূত্র থেকে জানা গিয়েছে ৷
আরও পড়ুন :করোনার ঝুঁকি কমাতে দু’ঘণ্টার কম উড়ানপথে খাবার দেওয়ায় নিষেধাজ্ঞা কেন্দ্রের
এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভারতে করোনার সংক্রমণ দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ার পর প্রধানমন্ত্রীর তরফে মুখ্যমন্ত্রীদের নিয়ে যে দু’টি ভার্চুয়াল বৈঠক করা হয়, সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না ৷ তাই রাজ্যপালদের বৈঠকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় কী বলেন, সেই দিকে সকলের নজর থাকবে ৷ কারণ, তিনি এখানে রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর একাধিকবার সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন ৷ তাই নতুন করে করোনা ইস্যুতে আবার কোনও বিবাদ তৈরি হয় কি না, এখন সেটাই দেখার ৷