নয়া দিল্লি, 16 মার্চ: ক্য়াবিনেটের সতীর্থদের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে সংসদে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, আইনমন্ত্রী (Law Minister) কিরেন রিজিজু, কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশী ছাড়াও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও বৈঠকে উপস্থিত রয়েছেন। যদিও সংসদে আচমকাই প্রধানমন্ত্রী এই বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন, নাকি এই বৈঠক পূর্বপরিকল্পিত, সে বিষয়ে মুখ খুলতে চাননি বিজেপির কোনও সাংসদ ৷
PM Holds Important Meeting: কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ বৈঠকে মোদি - BJP VS CONGRESS
নিজের ক্য়াবিনেটের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে সংসদে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ বৈঠকে হাজির মোদি মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য ৷ সংসদের বাইরে এবং ভিতরের বিজেপির রণকৌশল ঠিক করতেই কী সপার্ষদ বৈঠকে বসেছেন মোদি (Modi)?
সংসদে এই মুহূর্তে চলছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব (Budget Season) ৷ অধিবেশনের শুরু থেকেই আদানি ইস্য়ুতে কার্যত উত্তাল লোকসভা এবং রাজ্য়সভা দু'কক্ষই ৷ সংসদে লাগাতার মোদি সরকারের সঙ্গে আদানি গোষ্ঠীর (Adani Group) 'সখ্যতাকে' সামনে রেখে কেন্দ্রের কাছে প্রকাশ্য় বিবৃতি দাবির পাশাপাশি এই ইস্য়ুতে যৌথ সংসদীয় কমিটি (Joint Parliamentary Committee) গঠনেরও দাবি জানিয়েছে বিরেধীরা ৷ যা নিয়ে পর পর কার্যত চার দিন সংসদকে অচল করে দিয়েছে বিরোধীরা ৷ বিরোধী সাংসদদের হৈ হট্টগোলের জেরে বারবার সভা মুলতবি করে দিতে হচ্ছে । অভিযোগ, হট্টগোলের জেরে লোকসভায় (Parliament of India) বিরোধী দলের নেতাদের মাইক্রোফোন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে ৷ শুধু সংসদের ভিতরে নয়, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে বুধবার সংসদ ভবন থেকে ইডির সদর দফতর পর্যন্ত মিছিল করেন 18টি বিরোধী দলের সাংসদরা ৷ যদিও এই আন্দোলনে সামিল হয়নি তৃণমূল এবং আপ ৷ তৃণমূল বিজেপির বিরোধীতা করলেও আপাতত একলা চলো নীতি নিয়েছে ৷
বিরোধীদের চোখা চোখা অভিযোগের সামনে সংসদে (Parliament) কার্যত চাপে পড়েছে গেরুয়া শিবির ৷ এই অবস্থায় সংসদের বাইরে এবং ভিতরের রণকৌশল ঠিক করতেই কী সপার্ষদ বৈঠকে বসেছেন মোদি ? বিজেপি সূত্রের খবর, সংসদের ভিতরে বিরোধীদের মোকাবিলা করতে নয়া পরিকল্পনা নিতে পারে সরকার ৷ সেই সঙ্গে আদানির পাল্টা কেম্ব্রিজ বিশ্ববিদ্য়ালয়ে ভারত সম্পর্কে রাহুল গান্ধির বক্তব্য়কে হাতিয়ার করে ময়দানে নামতে পারে বিজেপি ৷ পাশাপাশি বেশ কিছু বিল যা এই অধিবেশনে আনতে চেয়েছিল সরকার, সেগুলির ভবিষ্য়ৎ কী তা নিয়েও এদিন বৈঠকে আলোচলা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷