পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার সর্বদল বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর

এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্য়মন্ত্রী হর্ষ বর্ধন এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী সব দলের সংসদীয় নেতাদের এই বৈঠকের জন্য় ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন ৷

pm_called_all_party_meets_on_friday
কোরোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী

By

Published : Nov 30, 2020, 3:44 PM IST

দিল্লি, 30 নভেম্বর : দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ফের সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 4 ডিসেম্বর (শুক্রবার) সকালে সেই বৈঠকের নেতৃত্ব দেবেন তিনিই ৷ এনিয়ে দ্বিতীয়বার কোরোনা নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী ৷ দেশে মোট 94 লাখের বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷

সূত্রের খবর, শুক্রবারের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্য়মন্ত্রী হর্ষ বর্ধন এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী উপস্থিত থাকবেন ৷ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী সব দলের সংসদীয় নেতাদের এই বৈঠকের জন্য় ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন ৷ প্রসঙ্গত, গত সপ্তাহে মুখ্য়মন্ত্রীদের সঙ্গে কোরোনার প্রতিষেধক বণ্টন নিয়ে আলোচনা করেন ৷ তারপরই কোরোনার ভ্যাকসিনের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার দেশের তিনটি শহরে যান প্রধানমন্ত্রী ।

বর্তমানে বিশ্বে কোরোনা সংক্রমণে অ্যামেরিকার পর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত ৷ তবে, মৃত্য়ুর নিরিখে বিশ্বে সবচেয়ে কম সংখ্য়া রয়েছে ভারতের ৷ বর্তমানে প্রায় 88 লাখের বেশি কোরোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৷ মৃত্য়ু হয়েছে 1.3 লাখ রোগীর ৷

ABOUT THE AUTHOR

...view details