পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnataka Hijab Row Updates : সুপ্রিম দ্বারে হিজাব বিতর্ক, কর্নাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপিল - Hijab Case in Supreme Court

হিজাব বিতর্ক এবার গড়াল সুপ্রিম কোর্টে ৷ হিজাব নিয়ে কর্নাটকের হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা হল শীর্ষ আদালতে (Hijab Row Case in Supreme Court) ৷

Karnataka Hijab Row News Update
সুপ্রিম দ্বারে হিজাব বিতর্ক, কর্নাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপিল

By

Published : Feb 11, 2022, 9:44 AM IST

Updated : Feb 11, 2022, 12:34 PM IST

নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি : হিজাব বিতর্ক (Hijab Row) নিয়ে পরবর্তী রায় না-দেওয়া পর্যন্ত হিজাব বা অন্য কোনও ধর্মীয় পোশাক পরা থেকে ছাত্রছাত্রীদের বিরত থাকার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল কর্নাটকের হাইকোর্ট (Karnataka High Court interim order in Hijab Row Case) ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এ বার মামলা করা হল সুপ্রিম কোর্টে (Hijab Case in Supreme Court) ৷

কর্নাটকের ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় মঙ্গলবার থেকে তিনদিনের জন্য স্কুল, কলেজ-সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার ৷ এই নিয়ে মামলা নিয়ে কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বিশেষ বেঞ্চ গঠন করা হয় বুধবার ৷ বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থির নেতৃত্বে গঠিত বেঞ্চ হিজাব বিতর্কে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় ৷ আজ থেকেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বলা হয়েছে ৷ তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রছাত্রীদের ধর্মীয় পোশাক পরা থেকে বিরত থাকতে বলেছে আদালত ৷

আরও পড়ুন:Karnataka Hijab Row : হিজাব বিতর্কে স্থিতাবস্থার নির্দেশ হাইকোর্টের, কাল থেকে স্কুল খুলছে কর্নাটকে

অন্তর্বর্তীকালীন এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে এক ছাত্র ৷ কর্নাটক হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দাবি করা হয়েছে সেই পিটিশনে ৷ সেখানে অভিযোগ করা হয়েছে যে, হিজাব পরতে বারণ করে হাইকোর্ট মুসলিম ছাত্রীদের মৌলিক অধিকার খর্ব করতে চাইছে ৷ পিটিশনারের দাবি, হাইকোর্ট ধর্মীয় পোশাকে আপাতত যে নিষেধাজ্ঞা জারি করেছে, তার প্রভাব অন্য কোনও ধর্মের ছাত্রের উপর পড়বে না ৷ শুধু প্রভাব পড়বে হিজাব পরা মুসলিম ছাত্রীদের উপর, যা অকারণে ভেদাভেদ তৈরি করবে ৷

আরও পড়ুন :বোরখার পক্ষে নই, তবে কিশোরীদের গুন্ডারা ভয় দেখাচ্ছে বলে বিরক্ত : হিজাব বিতর্কে জাভেদ

কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি তাঁর রায়ে বলেছিলেন, ‘‘প্রতিষ্ঠানগুলো চালু হোক, কিন্তু বিষয়টি বিচারাধীন থাকায় কোনও শিক্ষার্থী ধর্মীয় পোশাক পরার জন্য জোর করবেন না । আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে সিদ্ধান্ত নেব ।’’ আগামী 14 ফেব্রুয়ারি, সোমবার পর্যন্ত এই মামলার শুনানি মুলতুবি রাখা হয় ৷

Last Updated : Feb 11, 2022, 12:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details