নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর: গত পাঁচ বছরে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম ও পরিকাঠামোর রফতানি (Defence Exports of India) বেড়েছে 334 শতাংশ ! রবিবার কেন্দ্রের তরফ থেকে অন্তত এমনটাই দাবি করা হয়েছে ৷ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের 75টিরও বেশি দেশে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন সামগ্রী রফতানি করছে ভারত ৷ সকলের সম্মিলিত প্রচেষ্টার জন্যই এই বিরাট বৃদ্ধি সম্ভব হয়েছে বলে দাবি কেন্দ্রের ৷
ভারত সরকারের অধীনে থাকা প্রেস ইনফরমেশন ব্যুরো (Press Information Bureau) বা পিআইবি (PIB) রবিবার এই প্রসঙ্গে একটি টুইট করেছে ৷ তাতে বলা হয়েছে, "ভারতের প্রতিরক্ষা বিভাগ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র বাহিনী বিপ্লবের চূড়ায় রয়েছে ৷ গত পাঁচ বছরে প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জামের রফতানি বেড়েছে 334 শতাংশ ৷ সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ ভারত এখন পৃথিবীর 75টিরও বেশি দেশে প্রতিরক্ষা পণ্য সরবরাহ করছে ৷"
আরও পড়ুন:দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের যাত্রা শুরু মোদির হাতে
নিজেদের দাবির স্বপক্ষে বেশ কিছু তথ্য তুলে ধরেছে পিআইবি কর্তৃপক্ষ ৷ তাদের ভেরিফায়েড টুইটার হ্য়ান্ডেলে সেইসব তথ্য়াবলী পোস্ট করা হয়েছে ৷ যার মোদ্দা কথা হল, গত পাঁচ বছরে প্রতিরক্ষা বিভাগে ভারতের উৎপাদন বহুগুণ বেড়েছে ৷ বেড়েছে স্বনির্ভরতা এবং রফতানি ৷ এই প্রসঙ্গে ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান পরিবহণকারী রণতরী আইএনএস বিক্রান্ত (INS Vikrant)-এর কথা উল্লেখ করা হয়েছে ৷ সম্প্রতি কোচিতে এই রণতরীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
এছাড়াও সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি অত্য়াধুনিক মানের এবং হালকা ওজনের হেলিকপ্টার এমকে-3-এর কথাও উল্লেখ করা হয়েছে ৷ কিছুদিন আগেই ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard) হাতে এই হেলিকপ্টার তুলে দেওয়া হয় ৷ একইসঙ্গে পারমাণবিক হামলা করতে সক্ষম অত্যাধুনিক ব্য়ালিস্টিক মিসাইল অগ্নি-পি-এর কথা উল্লেখ করতেও ভোলেনি পিআইবি কর্তৃপক্ষ ৷
প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমার বলেছিলেন, "স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত উৎপাদন ব্যাপক হারে বাড়ানো হচ্ছে ৷ আগামিদিনে এই ক্ষেত্রে বিশ্বের সেরা পাঁচটি দেশের তালিকায় নিজের স্থান পাকা করতে চায় ভারত ৷ প্রসঙ্গত, গত 75 বছরে প্রতিরক্ষার সরঞ্জামের ক্ষেত্রে ভারত সর্বদাই উন্নত দেশগুলির উপর নির্ভরশীল থেকেছে ৷ বস্তুত, প্রতিরক্ষা সংক্রান্ত পণ্য আমদানির ক্ষেত্রে ভারত লাগাতার সারা বিশ্বে এক নম্বরে থেকেছে ৷ এবার উলটো পথে হাঁটতে চাইছে কেন্দ্রের মোদি সরকার ৷