পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Photography Exhibition in Police Museum : উর্দিধারীদের তোলা আলোকচিত্র নিয়ে প্রদর্শনী পুলিশ মিউজিয়ামে - Photography Exhibition in Police Museum

যাঁদের হাতে দায়িত্ব থাকে শহরের যানজট নিয়ন্ত্রণে থেকে শুরু করে শহরের আইন-শৃঙ্খলা রক্ষার ভার, কাজের ফাঁকে মনের আনন্দে, মাঝেমধ্যে তাঁরাই হাতে তুলে নেন ক্যামেরা (Kolkata police organizes a orthography exhibition in police museum)। লেন্সবন্দি হয় অপূর্ব সব মুহূর্ত ৷ আর সেই ক্যামেরা বন্দি ছবি নিয়েই একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হল কলকাতা পুলিশ মিউজিয়ামে ।

Photography Exhibition in Police Museum
পুলিশকর্মীদের তোলা আলোকচিত্র নিয়ে চিত্রপ্রদর্শনী

By

Published : Dec 12, 2021, 2:44 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর : তাঁদের হাতেই থাকে শহরের আইনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব, শহরের যানজট থেকে শুরু করে যে কোনও আইনি সমস্যা সামলাতে তাঁরা সদা তৎপর । কিন্তু চাকরি জীবনের চাপে ব্যক্তিগত শখ আহ্লাদ যাতে চাপা না পড়ে যায়, তার জন্য এবার একটি অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ । পুলিশ কর্মীদের হাতে উঠে এল ক্যামেরা, আর ফ্রেমবন্দি হল শহর ও গ্রাম্য প্রকৃতির অপূর্ব সুষমা (Kolkata police organizes a orthography exhibition in police museum)।

আর সেই আলোকচিত্রগুলি দিয়েই শনিবার এক অভিনব চিত্র প্রদর্শনী আয়োজিত হল কলকাতা পুলিশ মিউজিয়ামে । নানা প্রান্তের অপূর্ব সব দৃশ্যে সেজে উঠেছিল প্রদর্শনীর এই সম্ভার । শুধু দেশ নয়, বিদেশের বেশ কিছু ছবিও স্থান পেয়েছিল এই চিত্রমালায়।

আরও পড়ুন : লালবাজারের তৎপরতায় রাওয়াতের মৃত্যু নিয়ে আপত্তিকর পোস্ট সরল

অনুষ্ঠান সম্পর্কে বলতে কলকাতার নগরপাল সৌমেন মিত্র জানান, মুলত প্রকৃতির দৃশ্য সুষমাই প্রাধান্য পেয়েছে এই প্রদর্শনীতে । ফটোগ্রাফি একটি নেশা, তাকে আবার জাগিয়ে তুলতেই এই উদ্যোগ । তিনি আরও জানান, অনেক পুলিশ কর্মীই ছবি তুলতে ভালবাসেন ৷ তাঁরা যাতে সেই শখকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তার জন্যই এই উদ্যোগ । কলকাতা পুলিশ সবরকম চ্যালেঞ্জ নিতে পারে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details