পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টিকার ঘাটতি মেটাতে ফাইজার-মডার্নাকে বিশেষ সুবিধে দিতে পারে কেন্দ্র

টিকার ঘাটতি মেটাতে করোনা টিকা ফাইজার ও মডার্নাকে আইনি সুরক্ষাকবচ দিতে পারে কেন্দ্র ৷ সরকারি একটি সূত্রে এ কথা জানা গিয়েছে ৷

By

Published : Jun 2, 2021, 4:16 PM IST

Pfizer, Others To Get Indemnity? "No Problem," Say Government Sources
টিকার ঘাটতি মেটাতে ফাইজার-মডার্নাকে আইনি সুরক্ষাকবচ দিতে পারে কেন্দ্র

নয়াদিল্লি, 2 জুন :টিকার ঘাটতি মেটাতে এ বার বড়সড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ ভারতে করোনা টিকা ফাইজার (Pfizer) ও মডার্নার দ্রুত অনুমোদন পেতে তাদের আইনি সুরক্ষাকবচ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, অন্য়ান্য দেশগুলি ইতিমধ্যেই ফাইজার ও মডার্নাকে আইনি রক্ষাকবচ দিয়েছে ৷ ভারতও একই রকমভাবে এই দুটি টিকা প্রস্তুতকারী সংস্থাকে আইনি সুরক্ষাকবচ দেওয়ার পরিকল্পনা করেছে ৷ এই প্রস্তাব মঞ্জুর হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে ৷

সূত্রের কথায়, "ভারতে জরুরিভিত্তিতে অথরাইজেশনের জন্য এই কোম্পানিগুলি যদি আবেদন করে, তাহলে আমরা তাদের সূরক্ষাকবচ দিতে রাজি আছি ৷"

আরও পড়ুন:ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় নীতির দাবিতে সমস্ত মুখ্যমন্ত্রীকে চিঠি নবীনের

জুলাই থেকে অক্টোবরের মধ্যে 5 কোটি ডোজ ভারতকে দিতে তৈরি আছে ফাইজার ৷ তারা এ নিয়ে সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ৷

এ দিকে, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) জানিয়েছে, নির্দিষ্ট কিছু দেশে ছাড়পত্র পেয়েছে এবং হু–র তালিকায় রয়েছে এমন সংস্থার টিকার এ দেশে আর ট্রায়ালের প্রয়োজন নেই । ট্রায়াল ছাড়াই এখানকার মানুষের উপর সেই টিকা প্রয়োগের ক্ষেত্রে ছাড়পত্র পাবে সেই সংস্থাগুলি ।

ABOUT THE AUTHOR

...view details