নয়াদিল্লি, 2 জুন :টিকার ঘাটতি মেটাতে এ বার বড়সড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ ভারতে করোনা টিকা ফাইজার (Pfizer) ও মডার্নার দ্রুত অনুমোদন পেতে তাদের আইনি সুরক্ষাকবচ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে ৷
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, অন্য়ান্য দেশগুলি ইতিমধ্যেই ফাইজার ও মডার্নাকে আইনি রক্ষাকবচ দিয়েছে ৷ ভারতও একই রকমভাবে এই দুটি টিকা প্রস্তুতকারী সংস্থাকে আইনি সুরক্ষাকবচ দেওয়ার পরিকল্পনা করেছে ৷ এই প্রস্তাব মঞ্জুর হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে ৷
সূত্রের কথায়, "ভারতে জরুরিভিত্তিতে অথরাইজেশনের জন্য এই কোম্পানিগুলি যদি আবেদন করে, তাহলে আমরা তাদের সূরক্ষাকবচ দিতে রাজি আছি ৷"