হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর : ডেল্টা ভ্যারিয়েন্টের (Delta variant) দৌরাত্ম্যে করোনা ভাইরাসের (Coronavirus) দ্বিতীয় ঢেউ (2nd Wave) যখন দেশে আছড়ে পড়েছিল, তখন আমেরিকার টিকা ফাইজার (Pfizer) ও মডার্না (Moderna) তাদের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল (Phase 3 Trials) চালালে তারা কিছুতেই ছাড়পত্র পেত না ৷ এমনই মন্তব্য করলেন ভারত বায়োটেকের (Bharat Biotech) চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ এল্লা (Krishna Ella)৷ চিনে প্রথম শনাক্ত হওয়া ভাইরাসের প্রকৃত যে স্ট্রেইন, তা প্রতিরোধে তাঁর কোম্পানির টিকা কোভ্যাকসিন (Covaxin) 85 শতাংশ কার্যকর বলেও দাবি করেছেন তিনি ৷
বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের অধীনে থাকা টেকনোলজি ডেভলপমেন্ট বোর্ড আয়োজিত একটি ইভেন্টে এল্লা বলেছেন, "সততার সঙ্গে একটা কথা বলছি ৷ দ্বিতীয় ঢেউ চলাকালীন যদি ফাইজার ও মডার্না তাদের তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল চালাত, তাহলে তারা তাদের টিকার জন্য অনুমোদন পেত না ৷" তাঁর আরও দাবি, "যখন তারা (ফাইজার ও মডার্না) লাইসেন্স পেয়েছে, তখন উহানের স্ট্রেইনের আধিপত্য চলছে ৷ ফলে তারা 90 শতাংশ কার্যকর হয়েছে ৷ তবে এখন সেই একই টিকা ইজরায়েলে মাত্র 35 শতাংশ ক্ষেত্রে কার্যকর হচ্ছে ৷"
আরও পড়ুন:Krishna Ella: কোভিড সংকটে মানুষের পাশে ভারত বায়োটেকের চেয়ারম্যান, দান কোভ্যাকসিনের ডোজ
সার্স-কভ2-এর প্রাথমিক স্ট্রেইনের থেকে ডেল্টা ভ্য়ারিয়েন্ট অনেক বেশি ক্ষতিকর বলে মত কৃষ্ণ এল্লার ৷ তাঁর কথায়, "আমরা সৌভাগ্যবান যে, দ্বিতীয় ঢেউয়ে আমরা প্রায় 77 শতাংশ ক্ষেত্রে কার্যকর হয়েছি ৷ তবে ডেল্টা ছাড়া উহান স্ট্রেইনের ক্ষেত্রে আমরা 85 শতাংশ কার্যকর হয়েছি ৷"