নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর: ভারতে নিষিদ্ধ হল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ৷ মঙ্গলবার একটি সরকারি নোটিফিকেশনে একথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এই নোটিশে জানানো হয়, পিএফআই এবং এর সহযোগী অথবা পোষিত অথবা ফ্রন্টগুলি প্রকাশ্যে সামাজিক-অর্থনৈতিক, শিক্ষা এবং রাজনৈতিক সংগঠন চালাচ্ছে ৷ তবে এর পিছনে সমাজের একটি নির্দিষ্ট শ্রেণিকে মৌলবাদী করার (radicalize a particular section) উদ্দেশ্যে রয়েছে ৷ এটি গণতন্ত্রের ধারণাকে সংকুচিত করছে ৷ সাংবিধানিক কর্তৃপক্ষ এবং দেশের সাংবিধানিক পরিকাঠামোর (disrespect towards the constitutional authority and constitutional set up) প্রতি অশ্রদ্ধা প্রদর্শন এর লক্ষ্য ৷ এই সংগঠনের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে অর্থসাহায্য করার অভিযোগও উঠেছে (Popular Front of India (PFI) along with others were conspiring and raising funds from within India and abroad) ৷
দেশের তদন্তকারী সংস্থাগুলি তদন্তে খুঁজে পেয়েছে, পিএফআই (Popular Front of India, PFI) অফিসের কর্মচারী এবং ক্যাডাররা ষড়যন্ত্র করছে ৷ তারা ব্যাংকিং, হাওয়ালা, অনুদান- এরকম নানা উপায়ে দেশের মধ্যে এবং বাইরে থেকে অর্থ সংগ্রহ করছে ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, সুপরিকল্পিত অপরাধমূলক চক্রান্তের জন্য টাকা জোগাড় করে পিএফআই ৷ দেশে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ, বেআইনি, অপরাধজনক কাজকর্ম চালিয়ে যেতে পিএফআই একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে টাকার লেনদেন করে ৷ যাতে এই লেনদেন নিয়ে কোনও ভাবে অবৈধ প্রমাণিত না হয় ৷
আরও পড়ুন: পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে 'বেআইনি সংগঠনে'র তকমা মোদি সরকারের
পিএফআই-এর সঙ্গে সঙ্গে তার সহযোগী রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন (Rehab India Foundation, RIF), ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া (Campus Front of India, CFI), অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল (All India Imams Council, AIIC), ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন (National Confederation of Human Rights Organisation, NCHRO), ন্যাশনাল উইমেন'স ফ্রন্ট, জুনিয়র ফ্রন্ট, এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন এবং কেরলের রিহ্যাব ফাউন্ডেশনকে নিষিদ্ধ করেছে মোদি সরকার ৷ তাদের বিরুদ্ধে 'বেআইনি সংগঠনে'র (Unlawful Association) অভিযোগ এনেছে শাহের স্বরাষ্ট্র মন্ত্রক ৷