নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর: স্ত্রীর কাছে মদ খাওয়ার জন্য টাকা চেয়েছিলেন এক ব্যক্তি ৷ কিন্তু স্ত্রী টাকা না-দেওয়ায় আত্মহত্যা করলেন স্বামী ৷ মঙ্গলবার এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডার ফেজ 2 থানায় ৷ স্থানীয়দের কথায় জানা গিয়েছে, ওই ব্যক্তিকে শেষ দেখা গিয়েছিল কাছাকাছি একটি নির্মাণাধীন ভবনে ৷ তারপরই হঠাৎ এই ঘটনা ঘটে ৷
এই ঘটনার পর ওই ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর ৷ ওই ব্যক্তি পেশায় গাড়িচালক ছিলেন ৷ ফেজ 2 নম্বর থানার ইনচার্জ ইন্সপেক্টর বিন্ধ্যাচল তিওয়ারি জানিয়েছেন, স্পেশাল এক্সপোর্ট জোনের কাছে বসবাসকারী ওই ব্যক্তির নাম হরেন্দ্র ওরফে বংশী ৷ তিনি মদ্যপানে আসক্ত ছিলেন ৷ মঙ্গলবার গভীর রাতে বাড়িতে এসে স্ত্রীর কাছে মদ খাওয়ার টাকা চাইতে শুরু করেন তিনি ৷ কিন্তু স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে তিনি আত্মহত্যা করেন ৷ বুধবার তাঁর মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ ৷