পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Swachhata Shramdaan: মোদির ডাকে এক ঘণ্টার স্বচ্ছতা অভিযানে ঝাড়ু হাতে অমিত শাহ থেকে বিজেপি নেতারা - বিজেপি সভাপতি জে পি নাড্ডা

1 অক্টোবর দেশে স্বচ্ছতা অভিযানের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক ঘণ্টা সবাইকে স্বেচ্ছায় এলাকা পরিষ্কারের অনুরোধ করেছিলেন তিনি ৷ তাঁর এই ডাকে আজ সকালে ঝাড়ু হাতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা এবং আমজনতাকেও ৷

ETV Bharat
স্বচ্ছতা অভিযানে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 2:25 PM IST

নয়াদিল্লি, 1 অক্টোবর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশজুড়ে এক ঘণ্টার স্বচ্ছতা অভিযানে ব্যাপক সাড়া । স্বচ্ছতার লক্ষ্যে ঝাড়ু হাতে দেখা গেল খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে অন্যান্য বিজেপি নেতাদের ।দেশজুড়ে 'শ্রমদান কর্মসূচি' অনুষ্ঠিত হল ৷ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে পরিষ্কার রাখার বার্তা দিয়েছিলেন ৷ তাঁর এই ডাকে সাড়া দিয়ে এক ঘণ্টা ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বচ্ছতা অভিযানে নামেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ৷ কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী 9 লক্ষ 20 হাজারেরও বেশি জায়গায় এই অভিযান চালানো হয়েছে ৷

সাম্প্রতিক মন কি বাতে প্রধানমন্ত্রী এক ঘণ্টার স্বচ্ছতা অভিযানে শ্রমদানের আহ্বান দিয়েছিলেন ৷ তিনি 1 অক্টোবর দেশবাসীকে এই অভিযানে অংশ নেওয়ার আর্জি জানিয়েছিলেন ৷ আগামিকাল জাতির জনক মহাত্মা গান্ধির জন্মবার্ষিকী ৷ প্রধানমন্ত্রীর আবেদন, তাই আজ এই স্বচ্ছতা অভিযান গান্ধিজির প্রতি স্বচ্ছাঞ্জলী নিবেদন ৷

প্রধানমন্ত্রীর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে আজ আমেদাবাদে রাস্তা পরিষ্কারে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ৷ বিজেপি সভাপতি জে পি নাড্ডা দিল্লির ঝানডেওয়ালা এলাকায় এই অভিযান করেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী আর আর কে সিং সাংবাদিকদের বলেন, "আমরা দেশকে পরিচ্ছন্ন রাখার সংকল্প গ্রহণ করেছি ৷ এটা একটা খুব বড় চ্যালেঞ্জ ৷ কিন্তু আমরা করব ৷"

রবিবার দেশের বিভিন্ন প্রান্তে ঝাড়ু হাতে 'স্বচ্ছতাই সেবা' প্রকল্পে অংশ নিতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, জিতেন্দ্র সিং, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র সিং, রাজীব চন্দ্রশেখর, হরদীপ সিং পুরী, জ্যোতিরিন্দ্র সিন্ধিয়া, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং আরও অনেক মন্ত্রী, বিজেপি নেতারা ৷

মন্ত্রী ছাড়া ক্রীড়াজগতের তারকারাও অনুরাগীদের কাছে স্বচ্ছতা অভিযানে অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন ৷ বিরাট কোহলি, রোহিত শর্মা 'এক তারিখ, এক ঘণ্টা, একসঙ্গে' নামক কর্মসূচিতে সবাইকে একসঙ্গে পরিষ্কার অভিযানে অংশ নেওয়ার কথা জানিয়েছেন ৷ কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক জানিয়েছেন, এনজিও, বাজারের সংগঠন, সেলফ-হেলফ গ্রুপ, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমিতি এবং প্রাইভেট কোম্পানিগুলি এই শ্রমদান কর্মসূচিতে অংশ নিয়েছে ৷ 22 হাজারেরও বেশি বাজার, 10 হাজার জলাশয়, 7 হাজারেরও বেশি বাসস্ট্যান্ড ও টোল প্লাজা, 1 হাজার গৌশালা, তিনশো চিড়িয়াখানায় এই অভিযান করা হয়েছে ৷

আরও পড়ুন: রবি ঠাকুরের সংস্কৃত শ্লোকের ব্যবহার উদ্ধৃত করে শান্তিনিকেতনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details