নয়াদিল্লি, 1 অক্টোবর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশজুড়ে এক ঘণ্টার স্বচ্ছতা অভিযানে ব্যাপক সাড়া । স্বচ্ছতার লক্ষ্যে ঝাড়ু হাতে দেখা গেল খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে অন্যান্য বিজেপি নেতাদের ।দেশজুড়ে 'শ্রমদান কর্মসূচি' অনুষ্ঠিত হল ৷ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে পরিষ্কার রাখার বার্তা দিয়েছিলেন ৷ তাঁর এই ডাকে সাড়া দিয়ে এক ঘণ্টা ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বচ্ছতা অভিযানে নামেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ৷ কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী 9 লক্ষ 20 হাজারেরও বেশি জায়গায় এই অভিযান চালানো হয়েছে ৷
সাম্প্রতিক মন কি বাতে প্রধানমন্ত্রী এক ঘণ্টার স্বচ্ছতা অভিযানে শ্রমদানের আহ্বান দিয়েছিলেন ৷ তিনি 1 অক্টোবর দেশবাসীকে এই অভিযানে অংশ নেওয়ার আর্জি জানিয়েছিলেন ৷ আগামিকাল জাতির জনক মহাত্মা গান্ধির জন্মবার্ষিকী ৷ প্রধানমন্ত্রীর আবেদন, তাই আজ এই স্বচ্ছতা অভিযান গান্ধিজির প্রতি স্বচ্ছাঞ্জলী নিবেদন ৷
প্রধানমন্ত্রীর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে আজ আমেদাবাদে রাস্তা পরিষ্কারে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ৷ বিজেপি সভাপতি জে পি নাড্ডা দিল্লির ঝানডেওয়ালা এলাকায় এই অভিযান করেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী আর আর কে সিং সাংবাদিকদের বলেন, "আমরা দেশকে পরিচ্ছন্ন রাখার সংকল্প গ্রহণ করেছি ৷ এটা একটা খুব বড় চ্যালেঞ্জ ৷ কিন্তু আমরা করব ৷"