বেঙ্গালুরু, 17 জুলাই: 2004 সালের কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার গঠনের সময় তৈরি হয়েছিল ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ ৷ 19 বছর পর সেই জোটের নাম বদলের সম্ভাবনা তৈরি হয়েছে ৷ আজ, সোমবার কর্ণাটকের বেঙ্গালুরুতে বসতে চলেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক ৷ দু’দিনের ওই বৈঠকেই এই জোটের নাম বদল নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে খবর ৷
এই নিয়ে কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, ‘‘আমরা সব সিদ্ধান্ত নেব । আমি এখনই বলতে পারব না, কী কী বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে । কংগ্রেস একা এই সিদ্ধান্ত নিচ্ছে না । সব বিরোধী দল একসঙ্গে বসে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবে ।"
2024 সালের লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী দলগুলি নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করতে বদ্ধপরিকর ৷ গত মাসে বিহারের পটনায় বিরোধীদের প্রথম বৈঠক হয় ৷ তার পর দ্বিতীয় বৈঠকে বেঙ্গালুরুতে হাজির থাকছে বিজেপি বিরোধী 20টি রাজনৈতিক দল ৷ সেখানে এই জোটের নয়া নাম নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয় ৷