পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Yasin Bhatkal: ইয়াসিন ভাটকলের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা

ইন্ডিয়ান মুজাহিদিনের সহ-প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগে মামলার নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউজ কোর্ট । ইয়াসিন ভাটকল-সহ 11 জনের নামে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগ ।

Legal Screws On Yasin Bhatkal
পাতিয়ালা হাউস কোর্ট

By

Published : Apr 4, 2023, 10:22 PM IST

নয়াদিল্লি, 4 এপ্রিল: দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট ভারতীয় মুজাহিদিনের সহ-প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে । শুনানির সময় অতিরিক্ত দায়রা জজ শৈলেন্দ্র মালিকের বেঞ্চ জানায়, 2012 সালে ইয়াসিন ভাটকল এবং মহম্মদ দানিশ আনসারি-সহ মোট 11 জন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন । পাশাপাশি এই অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য সম্পূর্ণ প্রস্তুতি ও কর্মপরিকল্পনা তৈরি করেছিলেন ইয়াসিন । এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য চালানো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন ইয়াসিন ও দানিশ ।

121 পৃষ্ঠার নির্দেশে আদালত ইয়াসিন ও 11 জন অভিযুক্তের নাম রয়েছে ৷ মহম্মদ আফতাব আলম, মহাম্মদ দানিশ আনসারি, ইমরান খান, সৈয়দ মকবুল, মহাম্মদ আহমেদ সিদ্দিবাপ্পা, আসাউদুল্লাহ আখতার, উজাইর আহমেদ, হায়দার আলি, মহাম্মদ তেহসিন আখতার, জিয়া উর রহমান ও ওবায়েদ উর রহমানের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন আইন এবং ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বিভিন্ন ধারার অধীনে মামলা রুজু করার কথা বলা হয়েছে ।

আরও পড়ুন:ত্রিপুরা বাঁশ থেকে তৈরি করবে গ্রিন হাইড্রোজেন, জি20 কনক্লেভের অনুষ্ঠানে জানালেন মানিক

আদালত জানায়, ইয়াসিনের চ্যাট থেকে প্রমাণ পাওয়া গিয়েছে সুরাতে পারমাণবিক বিস্ফোরণের ষড়যন্ত্রে জড়িত ছিলেন তিনি । তাঁর কাছে থেকে উস্কানিমূলক কিছু ভিডিয়ো পাওয়া গিয়েছে ৷ ইয়াসিন এই মামলায় শুধু ষড়যন্ত্রই করেননি, বিস্ফোরণের জন্য আইইডি তৈরিতেও সাহায্য করেছিলেন । এছাড়া এই মামলায় তিন জনকে অব্যাহতি দিয়ে তাদের বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত । খালাস প্রাপ্তদের মধ্যে রয়েছেন রাহাত মানজার ইমাম, আরিজ খান ও আবদুল ওয়াহিদ সিদ্দিবাপ্পা । জানা গিয়েছে, এই মামলাটির তদন্ত জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) করছে । সংস্থাটি তদন্তে অভিযোগ করেছে, স্লিপার সেল এবং ইয়াসিনের পাকিস্তান-ভিত্তিক সহযোগীরাও ভারতে সন্ত্রাসী কার্যকলাপে সম্পূর্ণ সহায়তা করেছে ।

আরও পড়ুন:অনলাইনে কাজের টোপ, ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে হাপিশ 14 লক্ষ 30 হাজার !

ABOUT THE AUTHOR

...view details