নয়াদিল্লি, 4 এপ্রিল: দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট ভারতীয় মুজাহিদিনের সহ-প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে । শুনানির সময় অতিরিক্ত দায়রা জজ শৈলেন্দ্র মালিকের বেঞ্চ জানায়, 2012 সালে ইয়াসিন ভাটকল এবং মহম্মদ দানিশ আনসারি-সহ মোট 11 জন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন । পাশাপাশি এই অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য সম্পূর্ণ প্রস্তুতি ও কর্মপরিকল্পনা তৈরি করেছিলেন ইয়াসিন । এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য চালানো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন ইয়াসিন ও দানিশ ।
121 পৃষ্ঠার নির্দেশে আদালত ইয়াসিন ও 11 জন অভিযুক্তের নাম রয়েছে ৷ মহম্মদ আফতাব আলম, মহাম্মদ দানিশ আনসারি, ইমরান খান, সৈয়দ মকবুল, মহাম্মদ আহমেদ সিদ্দিবাপ্পা, আসাউদুল্লাহ আখতার, উজাইর আহমেদ, হায়দার আলি, মহাম্মদ তেহসিন আখতার, জিয়া উর রহমান ও ওবায়েদ উর রহমানের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন আইন এবং ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বিভিন্ন ধারার অধীনে মামলা রুজু করার কথা বলা হয়েছে ।