পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 14, 2022, 12:30 PM IST

Updated : Aug 14, 2022, 3:32 PM IST

ETV Bharat / bharat

Partition Horrors Remembrance Day শহিদদের শ্রদ্ধা জানিয়ে দেশভাগের যন্ত্রণা স্মরণ মোদির

শহিদদের শ্রদ্ধা জানিয়ে দেশভাগের যন্ত্রণা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi pays homage)৷ 'পার্টিশন হররস রিমেমব্রেন্স ডে' (Partition Horrors Remembrance Day) উপলক্ষে তিনি ছাড়াও টুইট করেছেন জেপি নাড্ডা, রাজনাথ সিং ৷

Partition Horrors Remembrance Day: PM Modi pays homage to all those who lost their lives
শহিদদের শ্রদ্ধা জানিয়ে দেশভাগের যন্ত্রণা স্মরণ মোদির

নয়াদিল্লি, 14 অগস্ট:আজ 14 অগস্ট ৷ এই দিনটি দেশে পালিত হয় 'পার্টিশন হররস রিমেমব্রেন্স ডে' (Partition Horrors Remembrance Day) হিসেবে ৷ অর্থাৎ বিভাজন বিভীষিকা স্মরণ দিবস ৷ এই বিশেষ দিনে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi pays homage)৷ দেশভাগের সময় যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানান তিনি ৷

টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, "আজ পার্টিশন হররস রিমেমব্রেন্স ডে-তে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যাঁরা দেশভাগের সময় জীবন বলিদান দিয়েছেন ৷ আমাদের ইতিহাসের সেই করুণ সময়ে যাঁরা কষ্ট পেয়েছিলেন, তাঁদের সহনশীলতা এবং সহানুভূতিকে সাধুবাদ জানাই ৷"

2021 সালে প্রধানমন্ত্রী (PM Modi) ঘোষণা করেছিলেন যে, প্রতি বছর 14 অগস্ট দিনটি 'পার্টিশন হররস রিমেমব্রেন্স ডে' অথবা 'বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস' হিসেবে পালিত হবে ৷ তিনি বলেছিলেন, দেশভাগের যন্ত্রণা কখনও ভোলার নয় ৷ যাঁরা লড়াই চালিয়েছেন, ত্যাগ করেছেন, এমনকী জীবন বলিদান দিয়েছেন, তাঁদের এই দিনে স্মরণ করা হবে ৷

আরও পড়ুন:স্বাধীনতার 75 বছরে বিপ্লবীদের নামাঙ্কিত ফলক স্থাপন করে শ্রদ্ধাজ্ঞাপন

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও (J P Nadda) পার্টিশন হররস রিমেমব্রেন্স ডে হ্যাশট্যাগ দিয়ে টুইট করেছেন ৷ লিখেছেন, "স্বার্থপরতা ও ব্যক্তিগত স্বার্থের রাজনীতির কারণে কীভাবে দেশভাগ হয়েছিল ও যন্ত্রণা পেতে হয়েছিল, তা আমাদের কখনও ভোলা উচিত না ৷"

এই দিনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও (Rajnath Singh)৷

'বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস' পালনে আজ উত্তরপ্রদেশে মিছিল করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ লখনউতে জিপিও পার্কে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধা জানাবেন তিনি ৷

Last Updated : Aug 14, 2022, 3:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details