হাভেরি (কর্ণাটক), 26 ডিসেম্বর: সন্তানের জন্য মা-বাবা তো সবকিছুই করতে পারেন ৷ এমনকি, মৃত সন্তানকে বাঁচিয়ে তোলার আশায় অনেক সময় অনেক মা-বাবা অযৌক্তিক পদক্ষেপ করতেও পিছপা হন না ৷ এমনই একটি ঘটনার খবর সামনে এসেছে কর্ণাটকের হাভেরি থেকে ৷ সেখানে দুই সন্তানের মৃত্যুর পর মা-বাবা দেহ দু’টি লবণ দিয়ে ঢেকে রেখেছিল ৷ কারণ, সোশাল মিডিয়ায় পাওয়া একটি ভিডিয়োতে তাঁরা দেখেছিলেন যে মৃত্যুর পর দেহ পাঁচ ঘণ্টা লবণে ঢাকা থাকলে, তাতে আবার প্রাণ ফিরে আসে ৷ ব্যর্থ চেষ্টার পর শেষমেশ তাঁরা মৃত দুই সন্তানের সৎকার করেন ৷
ঘটনাটি রবিবার ঘটেছে কর্ণাটকের হাভেরি জেলার গালাপুজি গ্রামে ৷ তবে বিষয়টি প্রকাশ্য়ে আসে মঙ্গলবার ৷ ওই গ্রামের হেমন্ত (12) ও নাগরাজ (11) নামে দুই বালক গ্রামের হ্রদে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা যায় ৷ তাদের দেহ উদ্ধারের পর সঙ্গে সঙ্গে সৎকার করা হয়নি ৷ বরং লবণ দিয়ে ঢেকে দেওয়া হয় ৷ কারণ, সোশাল মিডিয়া মারফত একটি ভিডিয়ো গ্রামে কয়েকমাস আগে ভাইরাল হয়েছিল ৷ সেখানেই দাবি করা হয় যে মৃতদেহে প্রাণ ফেরাতে পাঁচ ঘণ্টা লবণ দিয়ে ঢেকে রাখতে হয় ৷
স্থানীয় এক বাসিন্দা বলেন, "অলৌকিক ঘটনা যেকোনও সময় ঘটতে পারে এবং যেহেতু এটা চেষ্টা করার মধ্যে কোনও ক্ষতি নেই, তাই আমরা সোশাল মিডিয়াতে যা দেখেছি, ওই দম্পতি তা করার সিদ্ধান্ত নেন । দু’টি দেহে কয়েক কেজি লবণ ঢেলে দেওয়া হয়েছিল এবং ছয় ঘণ্টার জন্য তাদের স্পর্শ করা হয়নি ।"