কিষাণগঞ্জ (বিহার), 2 নভেম্বর: বিহারের কিষাণগঞ্জ থেকে গ্রেফতার পাকিস্তানি মহিলা(Pakistani Woman Arrested in Kishanganj Bihar)৷ নাম ফরিদা মল্লিক, তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ৷ এসএসবি জওয়ানরা মঙ্গলবার গভীর রাতে গালগালিয়ায় অবস্থিত ভারত-নেপাল সীমান্তে যখন ধরা হয় তখন তাঁর কাছে কোনও বৈধ কাগজ ছিল না ৷ যার ফলে তখনই ওই মহিলাকে কিষাণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয় ৷ জানা গিয়েছে, এর আগে উত্তরাখণ্ডেও এই পাকিস্তানি মহিলাকে গ্রেফতার করা হয়েছিল ৷ যেখানে 11 মাস জেলে সাজা ভোগ করার পর তাঁকে আমেরিকা যুক্তরাষ্ট্রে পাঠানো হয় ৷ তখনই পাকিস্তানের নাগরিকত্ব ত্যাগ করে তিনি মার্কিন নাগরিকত্ব নিয়েছিলেন ৷
মঙ্গলবার কিষাণগঞ্জ জেলার গালগালিয়ায় ভারত-নেপাল সীমান্তে ওই মহিলাকে আটক করা হয় ৷ বৈধ কাগজপত্র ছাড়াই ভারতীয় সীমান্ত পেরিয়ে নেপালে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি ৷ তখনই সেখানে কর্তব্যরত এসএসবি জওয়ানরা তাঁকে আটকে দেয় ৷ শুধুমাত্র মার্কিন পাসপোর্ট ও ভিসায় তিনি ভারতীয় সীমান্তে প্রবেশ করেন ৷