পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেরালা সরকারের প্রাপ্য় 11.7 কোটি ফেরাতে অপারগ পদ্মনাভস্বামী মন্দির

কোভিডের সময় দানের অর্থ তেমন মেলেনি৷ সেই কারণেই কেরালা সরকারের প্রাপ্য় 11.7 কোটি টাকা এখনই ফেরত দিতে পারছে না পদ্মনাভস্বামী মন্দির কর্তৃপক্ষ৷ বকেয়া মেটাতে আরও সময় চেয়েছে তারা৷ শুক্রবার সুপ্রিম কোর্টকে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট অস্থায়ী কমিটি৷

Padmanabhaswamy Temple Cites Covid, Says Can't Pay 11.7 Crores To State
রাজ্য়ের প্রাপ্য় 11.7 কোটি ফেরাতে অপারগ পদ্মনাভস্বামী মন্দির

By

Published : Feb 12, 2021, 10:41 PM IST

দিল্লি, 12 ফেব্রুয়ারি : কোভিডের থাবায় বেসামাল কেরালার পদ্মনাভস্বামী মন্দির কর্তৃপক্ষ৷ মন্দিরের নিরাপত্তা ও দেখভালের জন্য রাজ্য় সরকারকে 11 কোটি 70 লক্ষ টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও, আপাতত সেটা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে তারা৷ শুক্রবার শীর্ষ আদালতকে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট অস্থায়ী কমিটি৷ তাদের দাবি, অতিমারির সময় মন্দিরে দানের পরিমাণ কমেছে৷ ফলে রাজ্য়কে তার পাওনা অর্থ ফেরত দেওয়ার জন্য আরও খানিকটা সময় চায় মন্দির কর্তৃপক্ষ৷

তবে এ নিয়ে কোনও নির্দেশ দিতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট ৷ আদালতের তরফে বলা হয়েছে, এক্ষেত্রে রাজ্য় সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে৷ কেরালা সরকার মন্দির কর্তৃপক্ষের আবেদন মানবে কিনা, তা তারাই ঠিক করবে৷ এদিন বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি ইন্দু মালহোত্রার বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন তার পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত৷

আরও পড়ুন:রাম মন্দির তৈরির জন্য় 50 লাখ টাকা দান 11 বছরের বালিকার

গত বছরের জুলাই মাসেই কেরালা হাইকোর্টের একটি রায়কে প্রত্য়াহার করে পদ্মনাভস্বামী মন্দিরে রাজ পরিবারের অধিকারকে স্বীকৃতি দেয় সুপ্রিম কোর্ট৷ বদলে রাজ্য সরকারকে মন্দিরের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের খরচ সামলানোর দায়িত্ব দেওয়া হয়৷ বলা হয়, পরবর্তীতে খরচবাবদ সমস্ত টাকাটাই রাজ্য়কে ফেরত দেবে মন্দির কর্তৃপক্ষ৷

প্রসঙ্গত, পদ্মনাভস্বামী মন্দিরেই বছরের পর বছর ধরে বন্ধ হয়ে রয়েছে একটি প্রাচীন ‘ভল্ট’৷ সেটি আদৌ খোলা হবে, নাকি বন্ধই থাকবে, সেই সিদ্ধান্তও রাজ পরিবারের হাতেই ছেড়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত৷

ABOUT THE AUTHOR

...view details