নয়াদিল্লি, 25 এপ্রিল : প্রতিটি জেলায় জেলায় অক্সিজেন প্ল্য়ান্ট বসানো হবে ৷ আজ দুপুরে টুইট করে একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
একে করোনায় রক্ষা নেই, তার উপর দোসর অক্সিজেন ঘাটতি ৷ দেশজুড়ে বাড়ছে করোনা আক্রন্তের সংখ্য়া ৷ সঙ্গে অক্সিজেনের অভাব বাড়ছে ৷ দিল্লি, মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্য়ে পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে ৷ অন্য়দিকে একাধিক হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়ে দিয়েছে, তাদের কাছে অক্সিজেন প্রায় শেষ হওয়ার পথে ৷ এই পরিস্থিতিতে অক্সিজেনের অভাব মেটাতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷
বিদেশ থেকে অক্সিজেন নিয়ে আসার পাশাপাশি জার্মানি থেকে ভ্রাম্য়মাণ অক্সিজেন প্রস্তুতকারী মেশিন নিয়ে আসা হয়েছে ৷ যা পরিস্থিতি মোকাবিলায় অনেকটাই সাহায্য় করবে বলে মনে করা হচ্ছে ৷
এদিকে পরিস্থিতি মোকাবিলায় একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী এরপর আজ দুপুরে টুইট করে তিনি জেলায় জেলায় অক্সিজেন প্ল্য়ান্ট তৈরি করার কথা জানিয়েছেন ৷