পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অতি হিন্দুত্ব থেকেই মুসলিম বিদ্বেষ, ভাগবতকে এক হাত ওয়াইসির - AIMM

ওয়াইসি টুইট করেন, "আরএসএস প্রধান বলেছেন, যারা অন্য সম্প্রদায়কে আক্রমণ করছে তাঁরাও হিন্দুত্বের বিরোধী ৷ অথচ মুসলিম সম্প্রদায়কে যে বা যারা আক্রমণ করছে তাদের সমর্থন করছে শাসক দলের মাতব্বররা ৷"

s
s

By

Published : Jul 5, 2021, 12:57 PM IST

Updated : Jul 5, 2021, 5:18 PM IST

হায়দরাবাদ, 5 জুলাই : রবিবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত (mohan bhagwat) বলেন, "যে বা যাঁরা গো-রক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে কাউকে আক্রমণ করছেন, তাঁরাও হিন্দুত্বের বিরোধী ।" আরএসএস প্রধানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে এক হাত নিলেন এআইএমআইএম (AIMIM) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) ৷ ওয়াইসির অভিযোগ, মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণার মানসিকতা অতি হিন্দুত্ব থেকেই উদ্ভূত ৷

সোমবার টুইট করে ওয়াইসি অভিযোগ করেন, যে সব দুষ্কৃতী মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে তাদের প্রতি সমর্থন রয়েছে 'হিন্দুত্ববাদী সরকারের' ৷

এআইএমআইএম প্রধান আরও বলেন, "আরএসএস প্রধান বলেছেন, যারা অন্য সম্প্রদায়কে আক্রমণ করছে তাঁরাও হিন্দুত্বের বিরোধী ৷ অথচ মুসলিম সম্প্রদায়কে যে বা যারা আক্রমণ করছে তাদের সমর্থন করছে শাসক দলের মাতব্বররা ৷"

ওয়াইসির আরও অভিযোগ, "যারা হামলা চালাচ্ছে তাদের কাছে গরু ও মোষের মধ্যে কোনও পার্থক্য নেই ৷ আসল কথা হল যাঁকে আক্রমণ করা হচ্ছে তিনি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ ৷ তাঁকে হত্যা করার জন্য সেটুকুই যথেষ্ট ৷"

আরও পড়ুন: মুসলিমরা ভারতে বিপদে, এমন মন্তব্যের ফাঁদে পা দেবেন না ; বললেন ভাগবত

রবিবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে আগাগোড়া হিন্দু-মুসলিম ঐক্যের কথা বলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ তাঁর কথায়, "গরু একটি পবিত্র প্রাণী ৷ কিন্তু যাঁরা গো-রক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে কাউকে আক্রমণ করছেন, তাঁরা হিন্দুত্বের বিরোধী ৷ এক্ষেত্রে আইন আইনের পথে চলবে ৷"

Last Updated : Jul 5, 2021, 5:18 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details