শিলচর, 22 এপ্রিল : করোনা টেস্টের ভয়ে পালিয়ে গেলেন 300 জন যাত্রী ৷ ঘটনাটি অসমের শিলচর বিমানবন্দরে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্য়বস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন ৷
অসম সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, দেশের যে কোনও প্রান্ত থেকে অসমে এলেই করোনা টেস্ট বাধ্য়তামূলক ৷ এবং বিমানবন্দরে 500 টাকার বিনিময়ে সেই টেস্ট করা হচ্ছিল ৷ কিন্তু আজ সেই টেস্টিং কাউন্টারের সামনে থেকে পালিয়ে যায় 300 জন যাত্রী ৷
শিলচরের কাছাড় জেলার অতিরিক্ত ডেপুটি কমিশনার সুমিত সাত্তাওয়ান জানিয়েছেন, 690 জন যাত্রী আজ বিমান থেকে নামেন ৷ এবং তাঁদের টেস্টিং সেন্টারে নিয়ে যাওয়া হয় ৷ এরপর কয়েকজন যাত্রী 500 টাকার বিনিময়ে টেস্ট করা নিয়ে অশান্তি শুরু করেন ৷ একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ৷ তারপর সেখান থেকে প্রায় 300 জন যাত্রী টেস্ট না করিয়েই পালিয়ে যান ৷