নয়াদিল্লি, 28 মে:নয়া সংসদ ভবন জাতিকে অগ্রগতির নয়া উচ্চতায় পৌঁছে দিক ৷ এটাই প্রার্থনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তিনি রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করার পর এই নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ৷
টুইট করে নতুন সংসদ ভবন উদ্বোধনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "ভারতের সংসদের নতুন ভবন উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয় ও মন গর্ব, আশা এবং প্রতিশ্রুতিতে ভরে গিয়েছে । এই আইকনিক বিল্ডিংটি স্বপ্নগুলিকে আলোকিত করে এবং সেগুলিকে বাস্তবে লালন করে ক্ষমতায়নের আধার হয়ে উঠুক । এটি আমাদের মহান জাতিকে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যাক ।"
এ দিন নতুন সংসদ ভবন উদ্বোধনের ছবি টুইট করে হিন্দিতেও একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি লেখেন, "আজ আমাদের সব দেশবাসীর জন্য একটি অবিস্মরণীয় দিন । সংসদের নতুন ভবন আমাদের সবাইকে গর্ব আশায় ভরিয়ে তুলতে চলেছে । আমার পূর্ণ বিশ্বাস, এই ঐশ্বরিক ও বিশাল ভবন জনগণের ক্ষমতায়নের পাশাপাশি জাতির সমৃদ্ধি ও শক্তিকে নতুন গতি ও শক্তি দেবে ।"
নানা বিতর্কের মধ্যেই রবিবার সকালে উদ্বোধন হল নতুন সংসদ ভবনের ৷ পুজো সেরে সেঙ্গল নয়া সংসদ ভবনের লোকসভা কক্ষে স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভবনের উদ্বোধন করে এটিকে দেশের জন্য উৎসর্গ করেন প্রধানমন্ত্রী । দুপুরে হবে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান ৷
সকালে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজোর সূচনা হয় ৷ এরপর তামিলনাড়ুর আধিনাম সন্ন্যাসীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে সেঙ্গল তুলে দেন ৷ এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালনা করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এই উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে দু'টি পর্যায়ে ৷ প্রায় 20টি বিরোধী দল এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে ৷ তবে ওয়াইএসআর কংগ্রেস, বিজেডি-সহ 25টি দল এই অনুষ্ঠানে থাকার কথা জানিয়েছিল ৷
আজ সকাল সওয়া সাতটায় নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় ৷ ধুতি-পাঞ্জাবিতে সুসজ্জিত হয়ে নয়া সংসদ ভবনের 1 নং গেট দিয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন তাঁর সঙ্গে ছিলেন না রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কোনও মন্ত্রী, নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব ৷ তাঁকে স্বাগত জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷
আরও পড়ুন:নিজেদের কণ্ঠস্বরে নয়া সংসদ ভবনের অপূর্ব বর্ণনা শাহরুখ-অক্ষয়-অনুপমের, আপ্লুত মোদি