কলকাতা, 3 মার্চ : বলিউডের দুই বিখ্যাত সেলিব্রিটি অনুরাগ কাশ্যপ ও তাপসী পান্নু-সহ একাধিক ব্যক্তির বাড়িতে বুধবার আয়কর দফতর হানা দেয় ৷ মুম্বই ও পুনেতে তাঁদের বাড়িতে হানা দেওয়া হয় ৷ তাঁদের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে ৷
যদি একাধিক সিনেমার পরিচালক অনুরাগ ও অভিনেত্রী তাপসীর বাড়িতে এই আয়কর হানা ঘিরে প্রশ্ন তুলছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ দেশের অনান্য অংশ তো বটেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারাও এই নিয়ে প্রশ্ন তুলছেন ৷ এই ঘটনাকে বিজেপির বিরোধীরা রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছে ৷
প্রসঙ্গত, অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু বিজেপি ও মোদি বিরোধী হিসেবেই পরিচিত ৷ সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হতে দেখা যায় তাঁদের ৷ এমনকী, তাঁরা কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষে ভরা একাধিক পোস্টও করেন ৷ সাম্প্রতিক সময়ে তাঁরা সবচেয়ে বেশি সরব হয়েছেন কেন্দ্রের মোদি সরকারের তৈরি করা তিনটি কৃষি আইনের বিরুদ্ধে ৷ যে আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা লাগাতার আন্দোলন করছেন ৷
বিরোধীদের অভিযোগ, সেই কারণেই ভারতীয় জনতা পার্টি ও কেন্দ্রের মোদি সরকার তাঁদের ভালো চোখে দেখে না ৷ তারই ফল বুধবারের আয়কর হানা ৷ এই নিয়ে মহারাষ্ট্রে এনসিপি, আরজেডির মতো দলগুলি সরব হয়েছে ৷ আর পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী রাজনৈতিক নেতারা এই ইস্যুতে সরব হয়েছেন ৷ তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, যাঁরাই বিজেপির বিরোধিতা করবে, তাঁদের বিরুদ্ধে এজেন্সির ব্যবহার পুরনো রীতি ৷ এক্ষেত্রেই তাই হয়েছে ৷