পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Republic Day 2024: প্রজাতন্ত্র দিবসে নতুন চমক! কর্তব্যপথের কুচকাওয়াজে শুধুই মহিলারা - কর্তব্যপথের কুচকাওয়াজে শুধু মহিলারা

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে মহিলা ও পুরুষ- দু'পক্ষ অংশ নিয়ে থাকেন ৷ ট্যাবলোগুলিও মহিলা-পুরুষ একসঙ্গে পরিচালনা করে থাকেন ৷ তবে 2024 সালে নাকি একেবারে অন্য দৃশ্য দেখা যাবে ৷ মহিলাদের অনুপ্রাণিত করতে এমনই অভিনব সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক ৷

Women in Republic Day
প্রজাতন্ত্র দিবসে মহিলা

By

Published : May 7, 2023, 7:16 AM IST

Updated : May 7, 2023, 7:56 AM IST

নয়াদিল্লি, 7 মার্চ: পথে শুধুই মহিলারা থাকবেন ৷ হ্যাঁ, আগামী বছরে প্রজাতন্ত্র দিবসে কর্তব্য পথের কুচকায়াজে শুঘধু মহিলাদেরই দেখা যাবে। প্রজাতন্ত্র দিবস উদযাপনে কর্তব্য পথে মহিলারা মার্চ পাস্ট করবেন । ট্যাবলোতেও তাঁরাই থাকবেন । শুধু তাই নয়, অন্য সব পারফরম্যান্সে মহিলারাই অংশ নেবেন ৷ দেশের মহিলাদের উৎসাহিত করতে এমন অভিনব সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার ৷

এই মর্মে প্রতিরক্ষা মন্ত্রক দেশের সেনাবাহিনী এবং অন্য সংশ্লিষ্ট সরকারি দফতরগুলিকে চিঠি দিয়েছে ৷ মার্চ পাস্ট, মিলিটারি ব্যান্ড এবং ট্য়াবলোয় কেবলমাত্র মহিলারা পরিচালনা করবেন বলে সেই চিঠিতে বলা হয়েছে ৷ এই চিঠি পেয়ে স্বভাবতই অবাক হয়েছেন সেনাবাহিনীর বহু উচ্চাধারিক ৷ এ নিয়ে দ্বিধাও তৈরি হয়েছে সরকারি মহলে ৷ অনেকের মতে, দেশের সেনাবাহিনীগুলিতে এই বিশাল সংখ্যক মহিলা নেই যাতে কর্তব্যপথে শুধুমাত্র মহিলাদের মিছিল দেখতে পাওয়া যায় ৷ বর্তমান ব্যবস্থায় পুরুষ এবং নারী উভয়ই কুচকাওয়াজে অংশ নেন ।

আরও পড়ুন: ওয়ার মেমোরিয়ালে সেনাপ্রধানদের মধ্যে 'অড ম্যান আউট' প্রতিরক্ষা সচিব ! ভিডিয়ো ঘিরে সোশ্যালে ঝড়

উল্লেখযোগ্য, দেশের সেনাবাহিনীতে মহিলাদের বিভিন্ন কম্যান্ডিং পদে নিযুক্ত করা হয়েছে ৷ লিঙ্গ বৈষম্য দূর করতে এই পদক্ষেপ ৷ এমনকী ভারতের সশস্ত্র সেনাবাহিনীতেও তাঁরা আছেন ৷ সূত্রে জানা গিয়েছে, 7 ফেব্রুয়ারি একটি বৈঠকে প্রজাতন্ত্র দিবসে মহিলাদের অংশগ্রহণ নিয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয় ৷ প্রতিরক্ষা সচিব গিরিধার আরমানির নেতৃত্বে হওয়া ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনার তিনটি বাহিনী- স্থল, নৌ সেনা এবং বায়ুসেনার উচ্চাধিকারীরা। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রক, নগরোন্নয়ন মন্ত্রক থেকে শুরু করে সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রকের উচ্চাধিকারীরাও এই বৈঠকে ছিলেন ৷ এর প্রায় মাসখানেক পরে 1 মার্চ প্রতিরক্ষা মন্ত্রক সরকারি ভাবে সংশ্লিষ্ট মন্ত্রক ও দফতরগুলিকে চিঠি দিয়ে বিষয়টি জানায় ৷

সম্প্রতি কলোনেল গীতা রানা সেনাবাহিনীর প্রথম মহিলা আধিকারিক, যিনি লাদাখে একটি ইউনিট পরিচালনার দায়িত্ব পেয়েছেন ৷ সেটি ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত ৷ এছাড়া বিশ্বের সর্বোচ্চ এবং সবচেয়ে ঠান্ডা সিয়াচেনে মহিলা আধিকারিক ক্যাপটেন শিবা চৌহানকে মোতায়েন করেছে সেনাবাহিনী ৷ এটিও ভারতের সেনার ইতিহাসে প্রথম ৷ সুদানের আবেয়িতে উপদ্রুত এলাকায় প্রথম মহিলা শান্তিবাহিনীকে পাঠিয়েছে ভারতীয় সেনাবাহিনী ৷ এতে 27 জন মহিলা রয়েছেন ৷

Last Updated : May 7, 2023, 7:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details