কেন্দ্রপাড়া, 30 মে: বাইককে টেনেহিঁচড়ে অনেক দূর পর্যন্ত নিয়ে গেল গাড়ি ৷ ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার কেন্দ্রপাড়ায় ৷ জানা গিয়েছে, একটি গাড়ি বাইককে ধাক্কা মারে এবং তারপর সেটিকে 400 মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ৷ এই ঘটনায় বাইকে থাকা একজনের মৃত্যু হয়েছে ৷ বাইকে থাকা আরেকজনের অবস্থা সংকটজনক ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷
সোমবার রাতে ওড়িশার কেন্দ্রপাড়ায় বলদেভজিউ এলাকায় একটি প্রাথমিক স্কুলের কাছে এই দুর্ঘটনা ঘটে ৷ স্থানীয় সূত্রে খবর, জগন্নাথ বিসওয়াল এবং বীরসবাট গ্রামের নিরঞ্জন জেনা বলদেভজিউ মন্দিরে গিয়েছিলেন ৷ সেখান থেকে তাঁরা দু'জনে বাইকে করে ফিরছিলেন ৷ তখন পথে একটি দ্রুত গতিতে আসা গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে ৷
অভিযুক্ত গাড়িচালককে গ্রেফতার করেছে বলদেভজিউ থানা ৷ ওই চালকের নাম জিতু দাস ৷ তিনি সুনাইলো গ্রামের বাসিন্দা ৷ গাড়িচালক জিতু বাইকটিকে ধাক্কা দেওয়ার ফলে বাইক থেকে পড়ে যান জগন্নাথ ও নিরঞ্জন ৷ তাঁদের উদ্ধার করার বদলে গাড়িটি বাইকটিকে প্রায় 400 মিটার দূরত্ব পর্যন্ত টেনে নিয়ে যায় ৷ পরে গাড়িচালক পালাবার চেষ্টা করে ৷