পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Uttar Pradesh Gang Rape: উত্তর প্রদেশে মহিলাকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 1 - one arrested over alleged

উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায় এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ৷ ইতিমধ্যে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত (One Arrested for Gang Rape of Woman) ৷

Uttar Pradesh Gang Raped News
উত্তর প্রদেশে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

By

Published : Sep 25, 2022, 10:09 AM IST

উত্তরপ্রদেশ, 25 সেপ্টেম্বর: এক মহিলাকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ৷ 17 সেপ্টেম্বর ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায় ৷ এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে (One Arrested for Gang Rape of Woman) ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাবাঙ্কি জেলায় একটি গ্রামের এক মহিলাকে গ্রামের এক যুবক একটি মোবাইল ফোন দেয় ৷ এরপর ওই যুবক প্রায়ই ও মহিলরা সঙ্গে ফোনে কথা বলতে শুরু করে । নির্যাতিতার অভিযোগ , 17 সেপ্টেম্বর যুবক তার বাড়িতে এসে তাকে জানায় যে তার স্বামী তাকে ডাকছে । তিনি যুবককে চিনতেন, তাই তিনি তার সঙ্গে যেতে দ্বিধা করেননি । নির্যাতিতা জানান, ওই যুবক তাঁকে গ্রামের বাইরে একটি নির্জন জায়গায় নিয়ে যায় । সেখানে আগে থেকে আরও চারজন যুবক উপস্থিত ছিল ।

আরও পড়ুন :অন্ধ্রে ধর্ষণ করে নৃশংস খুন 2 আদিবাসী মহিলাকে

এরপরই পাঁচ অভিযুক্ত নির্যাতিতাকে গণধর্ষণ করে বলে অভিযোগ । ঘটনার পর সে অজ্ঞান হয়ে পড়লে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । পরে জ্ঞান ফিরতে ওই মহিলা কোনওভাবে অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসতে সক্ষম হন ৷ কয়েকদিন পর স্বামীকে ঘটনার কথা জানান ৷ পরে 23 সেপ্টেম্বর থানায় ওই ওই যুবকদের নামে একটি অভিযোগ দায়ের করে ।

আরও পড়ুন :উত্তরপ্রদেশের ভাদোহিতে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

এ বিষয়ে অতিরিক্ত এসপি পুনেন্দু সিং জানান, ওই মহিলা অভিযোগ করেছেন একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে প্রথমে তাঁকে জোর করে মদ্যপান করানো হয় । তারপর তাঁকে গণধর্ষণ করা হয় ৷ নির্যাতিতার বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে ৷ অভিযোগ পাওয়ার পরই প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । উল্লেখ্য, গত কয়েক বছরে হাথরস-সহ উত্তরপ্রদেশের নানা প্রান্তে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা সামনে এসেছে । এই ঘটনায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে । দেশের সবচেয়ে বড় রাজ্যের বিজেপি সরকারকে কড়া আক্রমণ করেছে বিরোধী শিবির । পালটা দিয়েছে গেরুয়া শিবিরও ।

ABOUT THE AUTHOR

...view details