নয়াদিল্লি, 5 ডিসেম্বর :তানজানিয়া ফেরত দিল্লির যে বাসিন্দার শরীরের করোনার (Covid-19) নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের (Omicron Patient in Delhi) হদিশ মিলেছে, তিনি কোভিড টিকার দু’টি ডোজই (Covid-19 Vaccination Double Dose) নিয়েছেন ৷ তাঁর শরীরের রোগের মৃদু উপসর্গ রয়েছে ৷ রবিবার একথা জানিয়েছেন এলএনজেপি হাসপাতালের (LNJP Hospital) স্বাস্থ্য অধিকর্তা ড. সুরেশ কুমার (Dr. Suresh Kumar) ৷
আরও পড়ুন :First omicron case in Delhi : এবার রাজধানীতে ওমিক্রন হানা, এক আক্রান্তের হদিশ
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ড. কুমার বলেন, ‘‘তানজানিয়া ফেরত ওই করোনা আক্রান্তের গলায় এবং শরীরের অন্যান্য অংশে সামান্য ব্যথা রয়েছে ৷ তিনি কিছুটা দুর্বলও হয়ে পড়েছেন ৷ এই ক’দিনে তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে ৷ তিনি কোভিড টিকার দু’টি ডোজই নিয়ে নিয়েছেন ৷ সেই কারণেই তাঁর শরীরের ভাইরাসে আক্রান্ত হওয়ার খুবই মৃদু উপসর্গ রয়েছে ৷’’
ড. সুরেশ কুমারের দেওয়া তথ্য বলছে, এই মুহূর্তে তাঁদের হাসপাতালে 23 জন এমন মানুষ ভর্তি রয়েছেন, যাঁরা সদ্য বিদেশ থেকে ফিরেছেন ৷ এই 23 জনের মধ্যে 17 জনের শরীরে ইতিমধ্য়েই কোভিড ভাইরাসের উপস্থিতি মিলেছে ৷ আর বাকি ছ’জন কোনও না কোনওভাবে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন ৷ তাঁদের লালারসের নমুনা কোভিড পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনও তার রিপোর্ট এসে পৌঁছয়নি ৷ প্রসঙ্গত, ওমিক্রনে আক্রান্তদের চিকিৎসার জন্যই দিল্লির এই হাসপাতালটিকে ব্যবহার করা হচ্ছে ৷