পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Omicron in India : ভারতে ওমিক্রনের সেঞ্চুরি, দেশবাসীকে সতর্ক হওয়ার বার্তা কেন্দ্রের - করোনা ভাইরাস

ইউরোপ, দক্ষিণ আফ্রিকা-সহ গোটা পৃথিবীতে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন ৷ ভারতে এখনও পর্যন্ত 11টি রাজ্যে 101 জন করোনা আক্রান্তের শরীরে কোভিড ভাইরাসের এই নতুন ভ্যারিয়্যান্টের সন্ধান মিলেছে (Omicron in India) ৷ তাই দেশবাসীকে বর্ষবরণের অনুষ্ঠানে সতর্ক থাকার বার্তা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ পাশাপাশি, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোরও পরামর্শ দেওয়া হয়েছে ৷

omicron in india centre advises to avoid non essential travel
Omicron in India : 11 রাজ্যে ওমিক্রনে আক্রান্ত 101, দেশবাসীকে সতর্ক হওয়ার বার্তা কেন্দ্রের

By

Published : Dec 17, 2021, 9:03 PM IST

নয়াদিল্লি, 17 ডিসেম্বর :ভারতে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন (Omicron in India) ৷ স্বাস্থ্য মন্ত্রকের হিসাব বলছে, এখনও পর্যন্ত দেশের মোট 11টি রাজ্যে 101 জন করোনা আক্রান্তের শরীরে কোভিড ভাইরাসের এই নতুন ভ্যারিয়্যান্টের সন্ধান মিলেছে ৷ গবেষণা বলছে, পূর্বসূরি ডেল্টা ভ্য়ারিয়্যান্ট এবং করোনার আদিমতম সংস্করণের তুলনায় প্রায় 70 গুণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে ওমিক্রনের সংক্রমণ ৷ দক্ষিণ আফ্রিকায় ইতিমধ্যেই তার প্রমাণও মিলতে শুরু করেছে ৷ সরকারি তথ্য মোতাবেক, সে দেশে ডেলটার সংক্রমণের তুলনায় ওমিক্রন অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে ৷ এই অবস্থায় ভারতে যাতে নতুন করে করোনা পরিস্থিতির অবনতি না হয়, তা নিশ্চিত করতে দেশবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ একইসঙ্গে বর্ষবরণের অনুষ্ঠানেও সতর্ক থাকার আবদেন করা হয়েছে ৷

আরও পড়ুন :Joe Biden warns of Omicron : ওমিক্রন নিয়ে দুশ্চিন্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

গত 20 দিনে গোটা দেশে নতুন করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা 10 হাজারের নিচে রয়েছে ৷ এই পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, তা নিশ্চিত করার পক্ষে সওয়াল করেছে স্বাস্থ্য মন্ত্রক ৷ কারণ, ইতিমধ্যেই অন্যান্য় দেশে ওমিক্রনের সংক্রমণ লাফিয়ে বাড়তে শুরু করেছে ৷ তথ্য বলছে, ইউরোপে অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন ৷ পৃথিবীর অন্যান্য প্রান্তেও এমন ঘটনা ঘটছে ৷ তাই সংক্রমণ ঠেকাতে যতটা সম্ভব ভ্রমণে কাটছাঁট করা দরকার ৷ একইসঙ্গে, জনসমাগমেও রাশ টানার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷

আরও পড়ুন :Omicron : ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা 70 গুণ বেশি হলেও দাপট কম

ইতিমধ্যে মহারাষ্ট্রে 32, দিল্লিতে 22, রাজস্থানে 17, কর্নাটকে 8, তেলেঙ্গানায় 8, গুজরাটে 5, কেরালায় 5 এবং অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে 1 জন করে রোগীর শরীরের ওমিক্রনের হদিশ মিলেছে ৷ এই পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামোকে ওমিক্রন মোকাবিলার জন্য যতটা সম্ভব প্রস্তুত রাখা হয়েছে ৷ কিন্তু, বিশেষজ্ঞরা এখনও চিকিৎসার থেকে সচেতনতার উপরই বেশি গুরুত্ব আরোপ করছেন ৷

ABOUT THE AUTHOR

...view details