ভুবনেশ্বর, 4 জুন: ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনায় সর্বশেষ পরিস্থিতি কী, তা জানতে আজ সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উদ্ধারকাজ ও আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে সবিস্তারে সব জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী ৷ এ দিকে, আজ তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু 5 লাখ টাকা ও গুরুতর আহতদের 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি ৷
শুক্রবার সন্ধেয় বালাসোরে সাংঘাতিক ট্রেন দুর্ঘটনার পর শনিবারই ঘটনাস্থল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গোটা পরিস্থিতি ঘুরে দেখেন তিনি ৷ এরপর তিনি দিল্লি ফিরে গেলেও রবিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে ফোন করে সর্বশেষ পরিস্থিতি জানতে চান নমো ৷ ওড়িশার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে, রাজ্যের বিভিন্ন হাসপাতালে আহত যাত্রীদের জীবন বাঁচাতে সম্ভাব্য সব পদক্ষেপ করা হচ্ছে । নিরলস পরিশ্রম করছেন ডাক্তার ও মেডিক্যাল শিক্ষার্থীরা ৷ আহতদের জন্য রক্তদানে এগিয়ে এসেছেন চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
নবীন পট্টনায়েক প্রধানমন্ত্রীকে বলেছেন, "প্রত্যেক জীবনই মূল্যবান ৷ এই নীতিই আমরা অনুসরণ করি ৷ উদ্ধার অভিযান থেকে শুরু করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, জীবন বাঁচাতে আমরা কোনও কসুর বাকি রাখছি না ।"