পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Occult Worship with Naked Women: নগ্ন করে পুজোর অছিলায় 2 তরুণীকে ধর্ষণ, গ্রেফতার পুরোহিত-সহ 10 - নগ্ন যুবতীদের নিয়ে পুজো

নগ্ন করে পুজোর নাম করে 2 তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশের গুন্টুরে ৷ এই ঘটনায় পুরোহিত-সহ 10 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

Occult Worship with Naked Women
Occult Worship with Naked Women

By

Published : May 15, 2023, 1:19 PM IST

গুন্টুর, 15 মে:নগ্ন যুবতীদের নিয়ে পুজো ! তারপর তাঁদের উপর যৌন নির্যাতন ! অন্ধ্রপ্রদেশের গুন্টুরে এমনই জঘন্য অপরাধের অভিযোগ উঠল একটি চক্রের বিরুদ্ধে ৷ সেই চক্রের দুই মাস্টারমাইন্ড-সহ 10 জনকে গ্রেফতার করেছে নাল্লাপাড়ু থানার পুলিশ ৷

ধৃতদের মধ্যে রয়েছেন পুরোহিত নাগেশ্বর রাও, নগেন্দ্র বাবু, অরবিন্দ, রাধা, সুরেশ, ভাস্কর, পেদ্দিরেড্ডি, সাগর, শিব, সুনীল, পবন, সুব্লু । রবিবার গুন্টুরে ডিএসপি মাহবুব বাশা এই ঘটনার কথা জানিয়েছেন ৷

জানা গিয়েছে, তাদিকোন্ডা মণ্ডলের পোনেকাল্লুরের বাসিন্দা পুরোহিত নাগেশ্বর রাও পুজোটা করেন । অরবিন্দা নামে চিলাকালুরিপেটের এক মহিলা বেশ কয়েকজন ব্যবসায়ীর কারণে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন । তাঁর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় পুরোহিত নাগেশ্বর রাওয়ের । ওই মহিলাকে সহজে অর্থ উপার্জনের জন্য নাগেশ্বর গোপন পুজো করার পরামর্শ দেন বলে অভিযোগ ৷

নগেন্দ্র নামে এক ব্যক্তিকে অরবিন্দা এবং পুরোহিত নাগেশ্বর রাও বলেছিলেন যে, পুজোয় নগ্ন হয়ে বসতে হবে যুবতীদের ৷ এ জন্য তাঁদের এক লাখ টাকা করে দেওয়া হবে ৷ এ রকম যুবতী খুঁজে দেওয়ার জন্য বলা হয় নগেন্দ্রকে ৷ নগেন্দ্র এবং তাঁর বন্ধু সুরেশ নান্দিয়ালা জেলার দরিদ্র পরিবারের দুই তরুণীকে অর্থের প্রতিশ্রুতি দিয়ে এই কাজ করার জন্য বোঝায় । এক লাখ টাকা পাবেন ভেবে এই পুজোয় যোগ দিতে রাজি হয়ে যান দুই তরুণী ৷ অরবিন্দ তাঁদের নিয়ে যান পুরোহিত নাগেশ্বর রাওয়ের কাছে ।

এরপর সেই দুই তরুণীকে নগ্ন করে তাঁদের সঙ্গে পুজো করা হয় । পুজো হয়ে গেলে পুরোহিত ও তাঁর অনুসারীরা ওই দুই তরুণীর উপর যৌন নির্যাতন চালান বলে অভিযোগ ৷ এই কথা কারওকে বললে কঠিন মূল্য চোকাতে হবে বলে হুমকি দেওয়া হয় ওই দুই নিগৃহীতাকে ৷ এরপর ওই তরুণীদের ফেলে রেখে গুন্টুর চলে যান অভিযুক্তরা । ওই দুই তরুণী গোরান্টলার কাছে পালিয়ে যান এবং দিশা অ্যাপের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন । নাল্লাপাড়ু পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পুরোহিত ও তাঁর অনুগামীদের গ্রেফতার করে ৷ গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে ৷ ওই দুই তরুণীর শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে ৷

আরও পড়ুন:স্বামী-শিশুকন্য়ার প্রাণনাশের হুমকি ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বধূকে ধর্ষণ, আটক যুবক

ABOUT THE AUTHOR

...view details