নয়াদিল্লি, 16 নভেম্বর:ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) আয়োজিত কমন ইউনিভার্সিটি টেস্টের (CUET)ফল প্রকাশিত হল ৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি আয়োজিত এই পরীক্ষার ফল জানা যাবে cuet.samarth.ac.in-এ ৷ এছাড়াও পরীক্ষার্থীরা (https://cuet.samarth.ac.in/) এই লিঙ্কে ক্লিক করে সরাসরি তাদের ফলাফল দেখতে পারেন।
CUET UG 2022 RESULTS: প্রকাশিত হল সিইউইটি ইউজি-র ফলাফল
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট স্নাতক, ও সিইউইটি ইউজি পরীক্ষার ফল ঘোষণা করেছে (CUET UG 2022 RESULTS)। প্রার্থীরা অনলাইনে তাঁদের প্রাপ্ত নম্বর চেক করতে পারেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানগুলিতে স্নাতকস্তরে ভর্তির জন্য এনটিএ আয়োজিত কমন ইউনির্ভাসিটি এন্ট্রাস টেস্ট দিতে হয় পড়ুয়াদের (CUET UG 2022 RESULTS) ৷ চলতি বছরে ছ’দফায় আয়োজন করা হয়েছিল এই পরীক্ষার ৷ সব মিলিয়ে প্রায় 14 লক্ষ 90 হাজার পরীক্ষার্থী এই বছর পরীক্ষা দিয়েছিলেন ৷ 8 লক্ষ 10 হাজার পড়ুয়া প্রথম বিভাগে এবং প্রায় 6 লক্ষ পড়ুয়া দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : রক্তের একটি পরীক্ষাতেই সহজে শনাক্ত করা যাবে বিভিন্ন ধরনের ক্যানসার