পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব্য়বহারকারীর সার্চ হিস্ট্রি গোপন রাখতে এবার তালা-চাবির ব্যবস্থা করল গুগল - সার্চ হিস্ট্রি গোপন রাখতে পাসওয়ার্ড

সার্চ হিস্ট্রি সুরক্ষিত ও গোপন রাখতে নয়া ব্যবস্থা গুগলের ৷ পাসওয়ার্ড ব্যবহার করে আড়াল করা যাবে গুগলের মাধ্যমে করা আপনার তথ্য তলাশ ৷ তার জন্য আপনাকে activity.google.com-এ গিয়ে Manage My Activity verification link-এ ক্লিক করে আপনার সার্চ হিস্ট্রিতে ‘তালা-চাবি’ লাগানোর ব্য়বস্থা করতে হবে ৷

now-password-protect-google-page-that-reflects-your-searches
ব্য়বহারকারীর সার্চ হিস্ট্রি গোপন রাখতে এবার তালা-চাবির ব্যবস্থা করল গুগল

By

Published : May 25, 2021, 6:00 PM IST

নয়াদিল্লি, 25 মে : তাদের সার্চ ইঞ্জিনের মাধ্যমে কে, কী তথ্য তলাশ করছেন, তা যাতে অন্যরা সহজে দেখতে না পান, এবার তারই বন্দোবস্ত পাকা করছে গুগল কর্তৃপক্ষ ৷ গুগল ব্যবহারকারীদের জন্য পাসওয়ার্ড প্রোটেক্টেড ব্য়বস্থাপনা আনছে তারা ৷ অর্থাৎ, এবার থেকে আপনি গুগল খুলে কী কী বিষয়ে সার্চ করছেন, তা পাসওয়ার্ডের মাধ্যমে বাকিদের নজর থেকে আড়াল করতে পারবেন ৷

সূত্রের খবর, যখনই কেউ গুগলের কোনও ডিভাইস বা পণ্য (যেমন অ্য়ানড্রয়েড ফোন অথবা ক্রোম ব্রাউজার) ব্য়বহার করেন, তখন সেটা তাঁদের অ্য়াক্টিভিটি হিস্ট্রি-তে জমা হয়ে যায় ৷ পরে ‘মাই অ্য়াক্টিভিটি’ ফিচারের মাধ্যমে তারা সেটি ফের দেখতে পান ৷

নতুন ব্যবস্থায় কেউ যদি চান তো অ্য়াক্টিভিটি হিস্ট্রিতে যাওয়ার আগে অতিরিক্ত ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চালু করতে পারেন ৷ এর ফলে যখনই কেউ আপনার অ্য়াক্টিভিটি হিস্ট্রি খোলার চেষ্টা করবেন, গুগল আগে নিশ্চিত হবে যে সেই ব্য়ক্তি আপনি না অন্য কেউ ৷ আপনার পরিচয় নিশ্চিত হলে একমাত্র তবেই অ্য়াক্টিভিটি হিস্ট্রিতে গিয়ে তা ফের পড়া যাবে বা মুছে ফেলা যাবে ৷

আরও পড়ুন :গুগল-এর অ্যাপই বলে দেবে কে ফোন করছে

তবে যে সার্চের সময় আপনি ‘মাই অ্য়াক্টিভিটি’ অপশনটি চালু রাখবেন, একমাত্র সেটির ক্ষেত্রেই এইভাবে গোপনীয়তা রক্ষা করা যাবে ৷ বাকিগুলির ক্ষেত্রে তা কার্যকর হবে না ৷ সেগুলি সাধারণ সার্চ হিস্ট্রির মতোই দেখতে পাওয়া যাবে ৷ নতুন ব্যবস্থার সুবিধা পেতে গেলে আপনাকে activity.google.com-এ গিয়ে Manage My Activity verification link-এ ক্লিক করে আপনার সার্চ হিস্ট্রিতে ‘তালা-চাবি’ লাগানোর ব্য়বস্থা করতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details