পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

B S Yediyurappa : হেসে ওড়ালেন পদত্যাগের জল্পনা , রাজনাথ-নাড্ডার সঙ্গে সাক্ষাৎ কর্নাটকের মুখ্যমন্ত্রীর

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে মোটেও ইস্তফা দিচ্ছেন না তিনি ৷ এই প্রসঙ্গে চলা যাবতীয় জল্পনা হেসে ওড়ালেন বি এস ইয়েদুরাপ্পা ৷ শুক্রবার মোদির সঙ্গে সাক্ষাতের পর শনিবার রাজনাথ সিং ও জে পি নাড্ডার সঙ্গেও দেখা করেন তিনি ৷

'Not at all': Karnataka CM Yediyurappa dismisses rumours about his resignation
B S Yediyurappa : পদত্যাগের জল্পনা হেসে ওড়ালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী, রাজনাথ-নাড্ডার সঙ্গে সাক্ষাৎ ইয়েদুরাপ্পার

By

Published : Jul 17, 2021, 3:19 PM IST

নয়াদিল্লি, 17 জুলাই :এক কথায় নিজের পদত্যাগের জল্পনা হেসে উড়িয়ে দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা (B S Yediyurappa) ৷ আপাতত রয়েছেন দিল্লিতে ৷ শনিবার এখানেই কর্নাটক ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি ৷ সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, তিনি কি সত্যিই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে চলেছেন ? জবাবে ইয়েদুরাপ্পা বলেন, ‘‘নট অ্য়াট অল, নট অ্য়াট অল’’ (একেবারেই না, একেবারেই না) ৷

আরও পড়ুন :কর্নাটকেও পরিবারতন্ত্রের আঁচ, ইয়েদুরাপ্পার বিরুদ্ধে বিদ্রোহ রাজ্য বিজেপিতে

এই প্রসঙ্গেই ইয়েদুরাপ্পা সাংবাদিকদের বলেন, ‘‘গতকালই আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি ৷ তাঁর সঙ্গে রাজ্যের উন্নয়ন নিয়ে কথা হয়েছে ৷ অগস্টে আমি ফের দিল্লি আসব ৷ এইসব খবরের (ইয়েদুরাপ্পার ইস্তফা সংক্রান্ত) কোনও ভিত্তি নেই ৷’’ একইসঙ্গে কর্নাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মেকেডাটু প্রকল্পের অনুমতি আদায় করতে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীর সঙ্গেও দেখা করবেন তিনি ৷

শনিবার কর্নাটক ভবনেই ইয়েদুরাপ্পা জানিয়েছিলেন তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করবেন ৷ কথা বলবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) সঙ্গেও ৷ সেই মতোই এদিন রাজনাথ ও নাড্ডার সঙ্গে দেখা করেন ইয়েদুরাপ্পা ৷

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইয়েদুরাপ্পার পদত্যাগ নিয়ে জল্পনা চলছে ৷ শোনা যাচ্ছিল, তাঁকে নাকি ইস্তফা দিতে বলেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ কিন্তু ইয়েদুরাপ্পা নিজে কখনই প্রকাশ্যে একথা স্বীকার করেননি ৷ এসবের মধ্যেই শুক্রবার চার্টার্ড বিমানে বেঙ্গালুরু থেকে দিল্লি পৌঁছন তিনি ৷ সঙ্গে ছিলেন পরিবারের বেশ কয়েকজন সদস্য ৷ এরপরই কর্নাটক মন্ত্রিসভার রদবদল ও নেতৃত্বে নতুন মুখ নিয়ে জল্পনা আরও বাড়ে ৷

আরও পড়ুন :ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানালে উত্তর মিলবে একই ভাষায়, হুঁশিয়ারি অমিতের

শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Naresndra Modi) সঙ্গে দেখা করেন ইয়েদুরাপ্পা ৷ নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি পদত্যাগ নিয়েই কথা হয়েছে দু’জনের মধ্যে ? ইয়েদুরাপ্পা অবশ্য এই অনুমান একবাক্যে খারিজ করে দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন রাজ্য়ের উন্নয়ন নিয়ে কথা হয়েছে মোদির সঙ্গে ৷ উল্টে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘নেতৃত্বে বদল (কর্নাটক সরকারের) নিয়ে আমার কিছুই জানা নেই ৷ আপনাদের কিছু জানা থাকলে বরং বলুন ৷’’

ABOUT THE AUTHOR

...view details