জয়পুর, 15 জুলাই: জয়পুর ডিভিশনের জয়পুর-মাদার রেলওয়ে সেকশনের জোবনের ও হিরনোদা স্টেশনের মাঝে মালগাড়ির দু’টি বগি লাইনচ্যুত হয়েছে ৷ এই ঘটনার জেরে জয়পুর থেকে মারওয়াড়, আমজের ও যোধপুরের মধ্যে চলা 3 জোড়া ট্রেন বাতিল করা হয়েছে ৷ শনিবার ভোরবেলা মালগাড়ির বগিগুলি লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে ৷ ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিক এবং কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় ৷ মালগাড়ির বগি দু’টিকে লাইনে তোলার কাজ শুরু হয় ৷ এই ঘটনায় রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে ৷
রেলের তরফে জানানো হয়েছে, ভোরে জোবনের ও হিরনোদা স্টেশনের মাঝে মালগাড়িটি দ্রুতগতিতেই যাচ্ছিল ৷ সেই সময় মালগাড়ির গার্ডের কেবিনের সামনের দু’টি বগি লাইনচ্যুত হয়ে যায় ৷ উত্তর-পশ্চিম রেলওয়ের জয়পুর বিভাগের জয়পুর-মাদার সেকশনের মাঝে আপলাইনে এই ঘটনাটি ঘটেছে ৷ এই ঘটনার জেরে জয়পুর-মারওয়াড়, মারওয়াড়-জয়পুর, যোধপুর-জয়পুর, জয়পুর-যোধপুর, আজমের-জয়পুর ও জয়পুর-আজমেরের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ৷ এই তিন রুটের মধ্যে 3 জোড়া ট্রেন বাতিল করা হয়েছে ৷
উত্তর-পশ্চিম রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক ক্যাপ্টেন শশী কিরণ জানিয়েছেন, ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ রেল চলাচল শুরু করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে ৷ তবে, রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছুটা সময় লাগবে ৷
আরও পড়ুন:শিবলিঙ্গপুরমের কাছে লাইনচ্যুত মালগাড়ির 11টি বগি
15 জুলাই বাতিল হওয়া ট্রেনগুলি হল--
19735 জয়পুর-মারওয়ার এক্সপ্রেস