পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cold Wave in North India: উত্তর ভারতে পারদ পতন, আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের - শৈত্যপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের

উত্তর ভারতে পারদ পতনের জেরে শৈত্যপ্রবাহের সতর্কতা (North India Witness Cold Wave) ৷ আজ দিল্লি-সহ উত্তর ভারতের সর্বনিম্ন তাপমাত্রা 3-5 ডিগ্রি সেলিসিয়াসের মধ্যে রয়েছে ৷ সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশার দাপট (Dense Fog at Morning) ৷

North India Witness Cold Wave ETV BHARAT
উত্তর-ভারতে পারদ পতন

By

Published : Dec 27, 2022, 12:58 PM IST

নয়াদিল্লি, 27 ডিসেম্বর: উত্তুরে হাওয়ার দাপটে শৈত্যপ্রবাহ রাজধানী দিল্লি-সহ সমগ্র উত্তর-ভারতে (North India Witness Cold Wave) ৷ মঙ্গলবার সকালে দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ অন্যান্য রাজ্যে এদিন সকালে পারদ 3-7 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে ৷ যা দিল্লি-সহ উত্তর ভারতে এবছরের সবচেয়ে শীতলতম দিন হিসেবে চিহ্নিত করেছে মৌসম ভবন ৷

কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, উত্তরাখণ্ড, পঞ্জাব, হিরয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পশ্চিম রাজস্থানের কিছু অংশ আগামী 48 ঘণ্টায় ঘন কুশায়ায় ঢেকে থাকবে (Dense Fog at Morning) ৷ আর পূর্ব রাজস্থানের কিছু অংশ এবং উত্তরপ্রদেশের পশ্চিমাংশ আগামী 24 ঘণ্টায় ঘন কুয়াশায় ঢেকে যাবে ৷ আর এই ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে 50 মিটারে নেমে এসেছে ৷ যার জেরে উত্তর ভারতের একাধিক রাজ্যে রেল, সড়ক এবং বিমান পরিষেবা বিঘ্নিত হচ্ছে ৷ পঞ্জাবের বিভিন্ন এলাকায় আগামী তিনদিন বিচ্ছিন্নভাবে কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন ৷

মৌসম ভবন জানিয়েছে, সফদরজং মানমন্দিরে সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস ছিল ৷ যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম রেকর্ড করা হয়েছে ৷ আইএমডি উত্তর ভারতে এই তীব্র ঠাণ্ডা নিয়ে সতর্কতা জারি করেছে ৷ কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের তরফে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ব্যাপকভাবে নামবে ৷ আর এই শৈত্য়প্রবাহের থেকে বাঁচতে লোকজনকে সতর্ক করা হয়েছে (Cold Wave in North India) ৷ দেশের সমতল এলাকার মধ্যে তাপমাত্রা সবচেয়ে বেশি নেমেছে রাজস্থানের চুরুতে ।

আরও পড়ুন:শীতঘুম থেকে ফিরছে কবে শীত? সুখবর দিল হাওয়া অফিস

ইংরেজি নববর্ষের প্রাক্কালে উত্তরভারতে শৈত্যপ্রবাহ হলেও, পূর্ব ও উত্তর-পূর্ব ভারত গরমে হাসফাঁস করছে ৷ মঙ্গলবার সকালেও পশ্চিমবঙ্গে পারদ 20 ডিগ্রির উপরে ছিল ৷ সকালের দিকে মেঘলা আবহাওয়ার কারণে, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ বিশেষত কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে ডিসেম্বরের শেষে গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর ৷ এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি থাকবে ৷

সোমবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.3 ডিগ্রি ৷ যা স্বাভাবিকের থেকে প্রায় 6 ডিগ্রি বেশি ছিল ৷ তবে, আশার খবর শুনিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস ৷ তিনি জানিয়েছেন, নববর্ষের আগে রাজ্যে ফের পারদ পতন হতে চলেছে ৷ 29 ডিসেম্বর বুধবার থেকে রাজ্যের তাপমাত্রা কমতে শুরু করবে ৷ যা নববর্ষের দিনে আরও কমতে পারে বলে জানিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details