নয়াদিল্লি, 27 ডিসেম্বর: উত্তুরে হাওয়ার দাপটে শৈত্যপ্রবাহ রাজধানী দিল্লি-সহ সমগ্র উত্তর-ভারতে (North India Witness Cold Wave) ৷ মঙ্গলবার সকালে দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ অন্যান্য রাজ্যে এদিন সকালে পারদ 3-7 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে ৷ যা দিল্লি-সহ উত্তর ভারতে এবছরের সবচেয়ে শীতলতম দিন হিসেবে চিহ্নিত করেছে মৌসম ভবন ৷
কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, উত্তরাখণ্ড, পঞ্জাব, হিরয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পশ্চিম রাজস্থানের কিছু অংশ আগামী 48 ঘণ্টায় ঘন কুশায়ায় ঢেকে থাকবে (Dense Fog at Morning) ৷ আর পূর্ব রাজস্থানের কিছু অংশ এবং উত্তরপ্রদেশের পশ্চিমাংশ আগামী 24 ঘণ্টায় ঘন কুয়াশায় ঢেকে যাবে ৷ আর এই ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে 50 মিটারে নেমে এসেছে ৷ যার জেরে উত্তর ভারতের একাধিক রাজ্যে রেল, সড়ক এবং বিমান পরিষেবা বিঘ্নিত হচ্ছে ৷ পঞ্জাবের বিভিন্ন এলাকায় আগামী তিনদিন বিচ্ছিন্নভাবে কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন ৷
মৌসম ভবন জানিয়েছে, সফদরজং মানমন্দিরে সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস ছিল ৷ যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম রেকর্ড করা হয়েছে ৷ আইএমডি উত্তর ভারতে এই তীব্র ঠাণ্ডা নিয়ে সতর্কতা জারি করেছে ৷ কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের তরফে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ব্যাপকভাবে নামবে ৷ আর এই শৈত্য়প্রবাহের থেকে বাঁচতে লোকজনকে সতর্ক করা হয়েছে (Cold Wave in North India) ৷ দেশের সমতল এলাকার মধ্যে তাপমাত্রা সবচেয়ে বেশি নেমেছে রাজস্থানের চুরুতে ।