পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সুপ্রিম কোর্টে যোগীর স্বস্তি, উত্তরপ্রদেশের 5 শহরে হচ্ছে না লকডাউন

এখনই উত্তরপ্রদেশের পাঁচ শহর লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর ও গোরক্ষপুরে লকডাউন হচ্ছে না ৷ এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

No lockdown in 5 UP cities, Supreme Court puts on hold Allahabad High Court order
সুপ্রিম কোর্টে যোগীর স্বস্তি, উত্তরপ্রদেশের 5 শহরে হচ্ছে না লকডাউন

By

Published : Apr 20, 2021, 1:11 PM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল:সুপ্রিম কোর্টে স্বস্তি পেল যোগীর সরকার ৷ আপাতত উত্তরপ্রদেশের পাঁচ শহরে লকডাউন হচ্ছে না ৷ এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল যোগী আদিত্যনাথের সরকার ৷ তার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে এখন স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

কোভিড সাংঘাতিক বেড়ে যাওয়ায় উত্তরপ্রদেশের পাঁচ শহরে লকডাউন ঘোষণা করার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ দ্রুত হারে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশের পাঁচ শহর - লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর ও গোরক্ষপুরে লকডাউন জারি করার কথা বলেছিল ৷ মঙ্গলবার থেকে 26 এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করতে নির্দেশ দেওয়া হয়েছিল ৷

তবে সেই নির্দেশ মানতে রাজি নয় বলে জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার ৷ তাদের বক্তব্য ছিল, "আমাদের রাজ্যে বিশেষত লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর ও গোরক্ষপুরে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো অতিমারি মোকাবিলায় প্রস্তুত রয়েছে ৷ যাবতীয় পদক্ষেপ করা হয়েছে ৷" তারা রাজ্যে লকডাউন জারি করবে না বলে জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ৷

আরও পড়ুন:23% টিকা নষ্ট ! কাঠগড়ায় শীর্ষে তামিলনাড়ু, ভালো পারফরম্যান্স বঙ্গের

সোমবার উত্তরপ্রদেশে নতুন করে করোনায় আক্রান্ত হন 30,000 মানুষ ৷ কোভিড রুখতে ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে আদালত ৷ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও কর্মসুচি বন্ধ করা, শপিং মল বন্ধ করার মতো নানা নির্দেশ দেওয়া হয় ৷ বন্ধ করতে বলা হয় সরকারি বেসরকারি সব অফিসও ৷ তবে স্বাস্থ্য পরিষেবা, শিল্প ও বিজ্ঞান ক্ষেত্র এবং নিত্য প্রয়োজনীয় পরিষেবা বাদ রাখতে বলা হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details