পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NMC Circular : ইউক্রেন থেকে আসা ডাক্তারি পড়ুয়াদের ভারতে ইনটার্নশিপের সুযোগ, জানাল এনএমসি

যুদ্ধ পরিস্থিতিতে অনেকেই মাঝপথে পড়াশোনা বন্ধ রেখে ইউক্রেন থেকে দেশে ফিরে এসেছেন ৷ এবার কী হবে, জানা নেই (NMC Circular) ৷

Ukraine Medical Students India Internship
ভারতে ফিরছে ইউক্রেনের পড়ুয়ারা

By

Published : Mar 5, 2022, 12:50 PM IST

নয়া দিল্লি, 5 মার্চ : ইউক্রেন থেকে ভারতে ফিরছেন হাজার হাজার মেডিক্যাল পড়ুয়া ৷ এই মুহূর্তে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত ৷ এমন পরিস্থিতিতে ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা এনএমসি তাঁদের জন্য সুখবর ঘোষণা করল ৷ শুক্রবার, 4 মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করে জাতীয় মেডিক্যাল কমিশন এই পড়ুয়াদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে (NMC issues circular for Foreign Medical Graduates permitting internship in India) ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরের পড়াশোনা করছিলেন চিকিৎসক পড়ুয়ারা ৷ কোভিড-19 বা বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তাঁরা হয়তো ইনটার্নশিপ শেষ করতে পারেননি ৷ সেই ইনটার্নশিপ তাঁরা ভারতে শেষ করার সুযোগ পাবেন ৷ এর জন্য পড়ুয়াদের একটি স্ক্রিনিং টেস্টে পাশ করতে হবে ৷ এনএমসি জানিয়েছে, তারা মেডিক্যাল পড়ুয়াদের এই মানসিক চাপ বুঝতে পারছে এবং তাই এই সিদ্ধান্ত ৷

আরও পড়ুন : India Urges for Ceasefire : ভারতীয়দের উদ্ধার রাশিয়া-ইউক্রেনের কাছে সাময়িক যুদ্ধবিরতির আবেদন ভারত সরকারের

পড়ুয়াদের 'ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন'-এর (National Board of Examination, NBE) 'ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এগজামিনেশন' (Foreign Medical Graduate Examination, FMGE) পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক ৷ সব রকম যোগ্যতা থাকলে তাঁরা ভারতে ইনটার্নশিপের জন্য আবেদন করতে পারবেন ৷ রাজ্যের মেডিক্যাল কাউন্সিল 12 মাস অথবা একটি নির্দিষ্ট সময়ের জন্য তাঁদের এই আবেদনপত্রে ছাড়পত্র দেবে ৷

এনএমসি (National Medical Commission, NMC) তাদের বিজ্ঞপ্তিতে এও জানিয়েছে যে, এফএমজিএস অর্থাৎ বিদেশে স্নাতক চিকিৎসক পড়ুয়াদের থেকে কোনও মেডিক্যাল কলেজ ফি নেবে না ৷ এই বিষয়টা রাজ্যের মেডিক্যাল কাউন্সিল কলেজগুলিকে জানিয়ে দেবে ৷ ভারতের কোনও মেডিক্যাল কলেজে স্নাতকদের মতোই এই পড়ুয়াদেরও সমান স্টাইপেন্ড এবং অন্য সুযোগ সুবিধা দেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details