পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nitish Kumar in Controversy: জন্মনিয়ন্ত্রণ প্রসঙ্গে নীতীশের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ, সরব বিজেপি - Nitish Kumar in Controversy

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে বিধানসভায় দাঁড়িয়ে অশালীন মন্তব্যের অভিযোগ উঠেছে ৷ তাঁর ওই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি ৷ তবে নীতীশের পাশে দাঁড়িয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷

ETV Bharat
নীতীশ কুমার

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 10:38 PM IST

পটনা, 7 নভেম্বর:জন্ম নিয়ন্ত্রণ ও নারী শিক্ষা প্রসঙ্গে বলতে গিয়ে বিধানসভায় দাঁড়িয়ে কুরুচিকর ও অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে ৷ মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন, যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক ৷

এদিন বিধানসভায় জন্মনিয়ন্ত্রণে নারী শিক্ষার ভূমিকা নিয়ে বক্তব্য রাখছিলেন ৷ সেই সময়ে দম্পতির মধ্যে যৌন মিলন নিয়ে তিনি অশালীন ভঙ্গিতে কিছু কুরুচিকর কথা বলেন বলে অভিযোগ ৷ বিহার সরকার জাতগণনার মাধ্যমে যে তথ্য পেয়েছে তাও এদিন তুলে ধরেন নীতীশ ৷ কিন্তু তাঁর ওই মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ আর তার পরেই দানা বাঁধে বিতর্ক ৷

বিষয়টিকে হাতিয়ার করে ইতিমধ্যেই আসরে নেমেছে বিজেপি ৷ নীতীশকে 'নোংরা রাজনীতিবিদ' বলে কটাক্ষ করেছে তারা ৷ নীতীশের বক্তব্যের অংশ এক্স হ্যান্ডেলে শেয়ার করে বিহার বিজেপির তরফে এদিন লেখা হয়, "ভারতের রাজনীতিতে নীতীশ কুমারের মতো অশ্লীল নেতা দেখা যায়নি ৷ ওনার মাথায় প্রাপ্ত বয়স্কদের বি গ্রেড সিনেমার পোকা ঢুকে গিয়েছে ৷ জনসমক্ষে তাঁর এরকম দুরকম অর্থ বিশিষ্ট কথা বলার উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত ৷ মনে হয় সঙ্গ দোষের রং দেখা যাচ্ছে ৷"

নীতীশের এহেন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ৷ বিহারের মুখ্যমন্ত্রী আর সভ্যসমাজে থাকার যোগ্য নন বলে মন্তব্য করেছেন তিনি ৷ নীতীশের পদত্যাগ দাবি করেছেন তিনি ৷

আরও পড়ুন: নির্বাচনী প্রচারে প্রিয়াঙ্কাকে খালি পুষ্পস্তবক কংগ্রেস নেতার, ভাইরাল হল ভিডিয়ো

তবে নীতীশের পাশে দাঁড়িয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে ৷ তাঁর কথায়, "কোনও বক্তব্যের ভুল করা হলে তা দুর্ভাগ্যজনক ৷ মুখ্যমন্ত্রী যৌনশিক্ষা নিয়ে বলেছেন ৷ এই বিষয়ে আলোচনা করতে সকলেই ইতস্তত বোধ করেন ৷ এই বিষয়ে এখন স্কুলে পড়ানো হয় ৷ জনসংখ্যা কমাতে কী করা উচিত উনি তা বলেছেন, বিষয়টিকে ভুলভাবে না নিয়ে, যৌনশিক্ষা হিসেবে দেখা উচিত ৷"

ABOUT THE AUTHOR

...view details