পটনা (বিহার), 31 ডিসেম্বর: মাস ছয়েক আগে বিজেপির (BJP) সঙ্গ ত্যাগ করে বিহারে মহাজোটের শরিক হয়েছেন নীতীশ কুমার (Nitish Kumar) ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরতেই তাঁর ওই সিদ্ধান্ত বলে মনে করা হয়েছিল ৷ এমনকী, নীতীশের দল সংযুক্ত জনতা দলেরও (JDU) কেউ কেউ আগবাড়িয়ে বিহারের মুখ্যমন্ত্রীকেই বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন ৷ কিন্তু নীতীশ কুমার এই নিয়ে সেভাবে কখনও কোনও মন্তব্য করেননি ৷
অবশেষে শনিবার এই ইস্যুতে মুখ খুলেছেন ৷ আর যে মন্তব্য তিনি করেছেন, তাতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে ৷ কারণ, তিনি এদিন সরাসরি জানিয়েছেন যে কংগ্রেস যদি রাহুল গান্ধিকে (Rahul Gandhi) তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে আনতে চায় ৷ তাহলে তাঁর এতে কোনও সমস্যা নেই ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, বিহারের মহাজোটে নীতীশের জেডিইউয়ের সঙ্গে লালুপ্রসাদ যাদবের আরজেডি (RJD) ও কংগ্রেসও (Congress) রয়েছে ৷ আরজেডি-র তেজস্বী যাদব নীতীশের উপ-মুখ্যমন্ত্রী ৷ সেই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছিলেন যে নীতীশ যদি চব্বিশে মোদি বিরোধী মুখ হতে চান, তাহলে কি কংগ্রেসের সঙ্গে তাঁর সখ্যতা থাকবে ? কংগ্রেস কি রাহুল ছাড়া অন্য কাউকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী (PM Candidate) হিসেবে মেনে নেবে ?
কংগ্রেস মানবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা ৷ তবে কংগ্রেস রাহুলকে সামনে রেখে মোদি বিরোধী ভোট যুদ্ধে নামতে চাইলে যে নীতীশের আপত্তি নেই, তা শনিবার স্পষ্ট করে দিয়েছেন বিহারী-রাজনীতির এই গুরুত্বপূর্ণ কুশীলব ৷ একই সঙ্গে জানিয়ে দেওয়া দরকার যে রাহুলই কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা কমল নাথ ৷ এদিন সেই বিষয়টি উল্লেখ করেই নীতীশের প্রতিক্রিয়া চাওয়া হয় ৷ তার ভিত্তিতে রাহুলকে নিয়ে সমস্যা না থাকার বিষয়টি উল্লেখ করেন বিহারের মুখ্যমন্ত্রী ৷
রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসকে ছাড়া বিজেপি বিরোধী জোট কার্যত অসম্ভব ৷ কারণ, লোকসভায় দেশের অন্তত 200টি আসনে কংগ্রেস ও বিজেপির মুখোমুখি লড়াই হয় ৷ আর কংগ্রেস কখনও আঞ্চলিক দলের কাউকে নেতা হিসেবে এগিয়ে দিতে চাইবে না ৷ যদিও আঞ্চলিক রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), শরদ পাওয়ার, কেসিআর, নীতীশ কুমারদের মতো একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা রয়েছেন, যাঁদের দলের কাছে বিজেপি নাস্তানাবুদ হয়েছে ৷ ফলে এঁদের পিছনের সারিতে রেখে কংগ্রেস রাহুলকে এগিয়ে দিতে গেলে, মতভেদ হবেই ৷
ফলে বিরোধী ঐক্য আদৌ হবে কি না, তা এখনও নিশ্চিত নয় ৷ কিন্তু এদিন রাহুলকে নিয়ে এই মন্তব্য করে নীতীশ কী বোঝাতে চাইলেন ? তিনি কি প্রধানমন্ত্রী পদপ্রার্থীর দৌড় থেকে সরে দাঁড়াচ্ছেন ? নীতীশের অবশ্য দাবি, তিনি কোনওদিনই দৌড়ে ছিলেন না ৷ তিনি শুধু বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে অনুঘটকের কাজ করতে চান ৷ সেই কারণেই বিহারে বিজেপির সঙ্গে জোট ছেড়ে তিনি বেরিয়ে এসেছেন ৷
আরও পড়ুন:আরএসএস ও বিজেপিই আমার গুরু, বাইশের শেষদিনে মন্তব্য রাহুলের