পটনা, 9 এপ্রিল : প্রথম সারির করোনা যোদ্ধাদের তালিকায় রাখতে হবে সাংবাদিকদেরও ৷ বয়সের বিধিনিষেধ না রেখে সমস্ত সাংবাদিককে দিতে হবে করোনার টিকা ৷ এমনই দাবি তুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ শুক্রবার তিনি এই সংবাদমাধ্যমের কাছে তাঁর এই মত প্রকাশ করেছেন ৷
করোনার টিকার জরুরি ভিত্তিতে ব্যবহার চলতি বছরের গোড়ায় শুরু হয় ৷ প্রথম পর্যায়ে পেয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা ৷ এর পর দেওয়া হয় প্রথম সারির করোনা যোদ্ধাদের ৷ দ্বিতীয় পর্যায়ের পর তৃতীয় পর্যায় থেকে 50 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের করোনার টিকা দেওয়া শুরু হয় ৷ এখন 45 বছরের বেশি বয়সী করোনার টিকা পাচ্ছেন ৷