পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা যোদ্ধা হিসেবে সাংবাদিকদের টিকা দেওয়ার পক্ষে সওয়াল নীতীশ কুমারের - Covid-19

তবে প্রথম সারির করোনা যোদ্ধাদের তালিকায় একাধিক পেশাকে অন্তর্ভুক্ত করা হলেও, সেখানে সাংবাদিকদের নাম ছিল না ৷ অথচ অন্যান্য প্রথম সারির করোনা যোদ্ধাদের মতো সাংবাদিকরাও করোনা-কালে পথে নেমে কাজ করেছেন ৷ খবর সংগ্রহ করেছেন ৷

করোনা যোদ্ধা হিসেবে সাংবাদিকদের টিকা দেওয়ার পক্ষে সওয়াল নীতীশ কুমারের
করোনা যোদ্ধা হিসেবে সাংবাদিকদের টিকা দেওয়ার পক্ষে সওয়াল নীতীশ কুমারের

By

Published : Apr 9, 2021, 8:48 PM IST

পটনা, 9 এপ্রিল : প্রথম সারির করোনা যোদ্ধাদের তালিকায় রাখতে হবে সাংবাদিকদেরও ৷ বয়সের বিধিনিষেধ না রেখে সমস্ত সাংবাদিককে দিতে হবে করোনার টিকা ৷ এমনই দাবি তুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ শুক্রবার তিনি এই সংবাদমাধ্যমের কাছে তাঁর এই মত প্রকাশ করেছেন ৷

করোনার টিকার জরুরি ভিত্তিতে ব্যবহার চলতি বছরের গোড়ায় শুরু হয় ৷ প্রথম পর্যায়ে পেয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা ৷ এর পর দেওয়া হয় প্রথম সারির করোনা যোদ্ধাদের ৷ দ্বিতীয় পর্যায়ের পর তৃতীয় পর্যায় থেকে 50 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের করোনার টিকা দেওয়া শুরু হয় ৷ এখন 45 বছরের বেশি বয়সী করোনার টিকা পাচ্ছেন ৷

তবে প্রথম সারির করোনা যোদ্ধাদের তালিকায় একাধিক পেশাকে অন্তর্ভুক্ত করা হলেও, সেখানে সাংবাদিকদের নাম ছিল না ৷ অথচ অন্যান্য প্রথম সারির করোনা যোদ্ধাদের মতো সাংবাদিকরাও করোনা-কালে পথে নেমে কাজ করেছেন ৷ খবর সংগ্রহ করেছেন ৷

আরও পড়ুন :সঙ্গে করোনা রোগী, অ্যাম্বুল্যান্স থামিয়ে মাস্ক খুলে জুস খাচ্ছেন স্বাস্থ্যকর্মী

শুক্রবার সেই বিষয়টিকে সামনে রেখেই করোনার টিকা সাংবাদিকদের দেওয়ার ব্যবস্থা করার দাবি তুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷

ABOUT THE AUTHOR

...view details