পটনা , 16 ডিসেম্বর : বিহার বিধানসভা নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল এনডিএ (জনতা দল ইউনাইটেড ও বিজেপি) । এর মধ্যে ছিল বিহারবাসীদের বিনামূল্যে কোরোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি । ছিল চাকরির প্রতিশ্রুতি । ক্ষমতায় এলে সব প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে জানিয়েছিলেন নীতিশ কুমার । এবার এই প্রতিশ্রুতি পালনের দিকে একধাপ এগোলেন তিনি । বিহারবাসীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে নীতীশসরকার ।
গত মাসে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে । সেইসঙ্গে 20 লাখ সরকারি ও বেসরকারি চাকরি দেওয়ার প্রস্তাবতটিও পাস হয় মন্ত্রিসভায় । উল্লেখ্য , বিরোধী দলনেতা তেজস্বী যাদবের চাকরির প্রতিশ্রুতি দেওয়ার পরপরই এনডিএ-ও 20 লাখ সরকারি ও বেসরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল । তবে কীভাবে কর্মসংস্থান তৈরি হবে , তার কোনও ব্যাখ্যা দেয়নি বিহার সরকার ।
নারীদের ক্ষমতায়নের সঙ্গে যুক্ত একাধিক প্রস্তাব পাস করেছে এই সরকার । এই প্রস্তাবে অবিবাহিত স্নাতক মহিলাদের জন্য 50 হাজার টাকা দেওয়া হবে । সেক্ষেত্রে যারা শুধুমাত্র স্কুল পাশ করেছে , তাদের 25 হাজার টাকা দেওয়া হবে । এছাড়াও , একটি প্রকল্প চালু করা হবে যেখানে মেয়েদের সুদ ছাড়াই 5 লাখ টাকা ঋণ দেওয়া হবে ।