নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি:বাজেট পেশ করছেন নির্মলা সীতারমন ৷ বুধবার, 1 ফেব্রুয়ারি লাল শাড়িতে হাতে লাল 'বহি খাতা' নিয়ে দেখা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ৷ লাল শাড়িতে কালো-সোনালি পাড় আর তাতে টেম্পল বর্ডার ৷ এমনিতেই নজরকাড়া শাড়ির জন্য তিনি বিশেষ পরিচিত ৷ শুধু তাই নয় নজরকাড়া মন্তব্য করতেও তাঁর জুড়ি মেলা ভার । দিন কয়েক আগেই তিনি বলেছিলেন, "আমি মধ্যবিত্ত শ্রেণির ।" এই মন্তব্য করলেও প্রতি বছর বাজেট পেশের দিনে অন্য ছবি ধরা পড়ে তাঁর শাড়ির ঝলকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi Style) স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রতি বছর নতুন ও অভিনব পোশাকে দেশবাসীকে চমক দিয়ে থাকেন ৷ পাঞ্জাবী থেকে শুরু করে পাগড়ি সবেতেই চমক দেন প্রধানমন্ত্রী ।
টেম্পল শাড়ি সাধারণত সুতির, সিল্ক অথবা সুতি-সিল্কের মিশ্রণে তৈরি হয় ৷ বিশেষ কোনও অনুষ্ঠানে এমন শাড়ির দেখা মেলে ৷ এবছর নির্মলা গাঢ় লাল রঙের শাড়ি পরেছেন, যা ভালোবাসা, প্রত্যয়, শক্তি এবং সাহসের প্রতীক ৷ হিন্দু সংস্কৃতিতে লাল রঙকে দেবী দুর্গার রঙ বলেও মনে করা হয় ৷ নারী শক্তির পরিচায়ক ৷