পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিড রুখতে এবার লখনউ, কানপুর, প্রয়াগরাজে নাইট কার্ফু

কোভিড রুখতে এ বার লখনউ, কানপুর ও প্রয়াগরাজে জারি করা হল নাইট কার্ফু ৷ আজ থেকে শুরু হবে এই নাইট কার্ফু ৷ চলবে 30 এপ্রিল পর্যন্ত ৷

Night Curfew In Lucknow, Kanpur, Prayagraj, Varanasi As COVID-19 Cases Surge
কোভিড রুখতে এবার লখনউ, কানপুর, প্রয়াগরাজে নাইট কার্ফু

By

Published : Apr 8, 2021, 12:11 PM IST

লখনউ, 8 এপ্রিল: কোভিডের বাড়-বাড়ন্ত ক্রমে চিন্তা বাড়াচ্ছে দেশবাসীর ৷ ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মহারাষ্ট্রের কয়েকটি জায়গায় লকডাউন এবং দিল্লি, মহারাষ্ট্র ও পঞ্জাবে নাইট কার্ফু ঘোষণা করা হয়েছে ৷ এ বার নাইট কার্ফুর রাস্তায় হাঁটল উত্তরপ্রদেশও ৷ যোগীরাজ্যে লখনউ, কানপুর, প্রয়াগরাজ ও বারাণসীতে নাইট কার্ফু জারি করা হয়েছে ৷ আজ থেকে 30 এপ্রিল পর্যন্ত চলবে নাইট কার্ফু ৷

লখনউয়ের পুলিশ কমিশনার ডিকে ঠাকুর বুধবার জানিয়েছেন, "আগামিকাল রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত লখনউতে নাইট কার্ফু জারি থাকবে ৷ 30 এপ্রিল পর্যন্ত কার্ফু চলবে ৷"

লখনউের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টুইটে জানিয়েছেন, "কোভিড রুখতে লখনউতে মেডিক্যাল ও নার্সিং ছাড়া সব সরকারি, বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং ইনস্টিটিউট 15 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে ৷"

আরও পড়ুন:দেশে দৈনিক সংক্রমণে রেকর্ড, আক্রান্ত 1 লাখ 26 হাজারের বেশি

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত নাইট কার্ফু জারি করা হয়েছে ৷ নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে এর থেকে বাদ রাখা হয়েছে ৷ নাইট কার্ফু জারি করা হয়েছে কানপুর ও বারাণসীতেও ৷

গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1 লাখ 26 হাজার 789 ৷ এটাই এখনও পর্যন্ত সর্বাধিক দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ গতকাল যা ছিল 1 লাখ 15 হাজার 736 ৷

ABOUT THE AUTHOR

...view details